SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আইপিএলে বাড়ছে ম্যাচের সংখ্যা
আইপিএলে আগামী দিনে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। আইপিএলের মিডিয়া স্বত্বের ই-নিলামে ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৩-২৭ পাঁচ বছরে এ টুর্নামেন্টে মোট ৪১০টি ম্যাচ আয়োজনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। দু'বছর পর বাড়বে ম্যাচের সংখ্যা। আইপিএলে বাড়ছে ম্যাচের সংখ্যা আইপিএলের সবশেষ আসরে ম্যাচের সংখ্যা ছিল ৭৪টি। আগামী দুই মৌসুমেও সমান সংখ্যক ম্যাচ আয়োজন করা হবে। কিন্তু তার পরের দুই আসরে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৪টি করে। ২০২৭ এর আইপিএলে ম্যাচের সংখ্যা হতে পারে ৯৪টি! তবে সে বারও বোর্ড ৮৪টি ম্যাচ করার বিকল্পও ভেবে রেখেছে। আরও পড়ুন:আইপিএলের ব্যর্থ একাদশে তারকার ছড়াছড়ি যদিও প্রথমে ভাবা হয়েছিল আগামী পাঁচ মৌসুমে ম্যাচের সংখ্যা রাখা হবে ৩৭০টি। কিন্তু নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের দাবি ছিল আরও বেশি ম্যাচ। তারই পরিপ্রেক্ষিতে বাড়ছে ম্যাচ। তবে এখন ভাবনার বিষয় ম্যাচ বাড়লে কীভাবে সাজানো হবে সূচি। যদিও আগামী দুই মৌসুম এই নিয়ে ভাবনার কিছু নেই আয়োজকদের। বর্তমান সূচিতেই সম্ভব ম্যাচ আয়োজন। তবে তার পরের মৌসুম থেকে ৮৪টি করে ম্যাচ হলে দলগুলো নিজের গ্রুপের বাকি দলগুলোর বিপক্ষে ২টি করে ম্যাচ খেলার পাশাপাশি অপর গ্রুপের দুটি দলের বিপক্ষেও দুটি করে ম্যাচ খেলতে পারে। অবশিষ্ট তিন দলের বিপক্ষে তখন ম্যাচ খেলতে হবে একটি করে। আরও পড়ুন:শচীনের চোখে আইপিএলের সেরা একাদশ তবে ৯৪টি ম্যাচ হলে প্রত্যেকটি দল অপর দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলতে পারবে। এর সঙ্গে থাকবে এলিমেনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট চার ম্যাচ।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply