SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ২৭ বছর পর এক সিনেমায় শাহরুখ-সালমান!
অর্জুন ছবিতে বলিউডের জনপ্রিয় দুই খান শাহরুখ খান ও সালমান খানকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। এর পর কেটে গেছে ২৭ বছর। দুই তারকার অভিনয় একসঙ্গে উপভোগ করার মজা আর পাননি দর্শক। ফের নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। বলিউডে এখন এ গুঞ্জনই শোনা যাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে দর্শক। আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ সিনেমায়। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং। আপাতত এই দুই বলিউড স্টারের ঝুলিতেই একগুচ্ছ সিনেমা। এ বছর দুটি সিনেমা মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এ বছরই। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply