Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চান্দিমালে গলের প্রথমদিনটি শ্রীলঙ্কার




গল টেস্টে প্রথমদিনটা ভালোই কেটেছে শ্রীলঙ্কার। ১২০ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও বিপদ সামলে নেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকেভেল্লা। দিনের শেষটা খারাপ হয়নি পাকিস্তানেরও। শেষ সেশনে স্বাগতিকদের ৩ উইকেট তুলে স্বস্তি নিয়ে শেষ করেছে সফরকারীরা। রোববার টেস্টের প্রথমদিনে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলেছে শ্রীলঙ্কা। ৮০ রান করে স্বাগতিক ইনিংসের ভিত গড়ে দিয়েছেন চান্দিমাল। ৪৩ বলে ৪২ রান করে অপরাজিত আছেন ডিকেভেল্লা। ৬ রান করা ওয়েল্লালাগে তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটের অপর প্রান্তে। Reneta June সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাটিংয়ের সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। উদ্বোধনী জুটি থেকে আসে ৯২ রান। ৫০ রান করা ফার্নান্দোকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মোহাম্মদ নেওয়াজ। বিজ্ঞাপন লাঞ্চের ঠিক আগ মুহূর্তে রান আউট হয়ে ফেরেন কুশল মেন্ডিস। বিরতির পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি করুনারত্নেও। ইয়াসির শাহের বলে ক্যাচ তুলে দিয়েছেন নাসিম শাহের হাতে। চতুর্থ উইকেটে ইনিংসের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও চান্দিমাল। দুজনে যোগ করেন ৭৫ রান। ৪২ রান করে ম্যাথুজ আউট হন নুমান আলীর বলে ক্যাচ দিয়ে। ম্যাথুজের বিদায়ের পর ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে আরও ৬৩ রানের জুটি গড়েন চান্দিমাল। ৯ চার ও ২ ছয়ে ৮০ রান করে চান্দিমাল আউট হন নেওয়াজের বলে। ধনঞ্জয়া ফেরেন নাসিমের বলে বোল্ড হয়ে। ওয়েল্লালাগেকে নিয়ে দিনের বাকিটা সাবধানে পার করে দেন ডিকেভেল্লা। প্রথমদিনে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন নেওয়াজ। একটি করে উইকেট নিয়েছেন নাসিম, নুমান ও ইয়াসির শাহ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply