গ্রিজম্যানকে ছেড়ে দিয়ে রোনালদোকে আনবে অ্যাটলেটিকো
বার্সেলোনা থেকে ধারে আনা অ্যান্তনিও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রেঞ্চম্যানকে ন্যু ক্যাম্পে একটু আগেভাগে ফিরিয়ে দিয়ে মূলত টাকা জমাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রোজা ব্লাঙ্কোসদের লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফের স্পেনে আনা।
খবর, গ্রিজম্যানকে চলতি মৌসুমেই বার্সেলোনায় ফেরত পাঠাবে অ্যাটলেটিকো। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর বদলি হিসেবে পাঠানোর কথাও চলছে। ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়তে পারলে সেই জায়গায় রোনালদোকে টানার কথা ভাবছে মাদ্রিদের ক্লাবটি।
Reneta June
চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানোর পর রোনালদোর ইউনাইটেড ছাড়ার আলোচনা ওঠে। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে খেলার আগ্রহও জানিয়েছেন সিআর সেভেন। চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ক্লাবগুলো তাকে না টানার কথা জানিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
আসছে মৌসুমে রোনালদোকে পাওয়ার ব্যাপারে ইউনাইটেড আত্মবিশ্বাসী থাকলেও রোনালদো যে ক্লাব ছাড়ছেন তা অনেকটা নিশ্চিত। ফরাসি ফরোয়ার্ড এখন রোনালদোর জন্য বাধা। গ্রিজম্যান বিক্রি হলে ইংল্যান্ড ছেড়ে স্পেনে খেলবেন রোনালদো, পথ অনেকটা এমনই আলোচনায়।
Tag: English News games

No comments: