Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাশিয়া থেকে দ্বিগুণ তেল আমদানি সৌদির




এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাশিয়া থেকে দ্বিগুণ পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে সৌদি আরব। গ্রীষ্মে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তারা এই তেল আমদানি করেছে বলে জানা গেছে। খবর রয়টার্স। বিশ্বে অপরিশোধিত ক্রুড তেলের সবচেয়ে বড় রফতানিকারক দেশ সৌদি আরব। কিন্তু গত তিন মাসে দেশটি নিজেই রাশিয়ার কাছ থেকে আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ বেশি তেল আমদানি করেছে। রেফিনিটিভ এইকন নামের একটি প্রতিষ্ঠানের ‘শিপ ট্র্যাকিং ডেটা' বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যাচ্ছে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মস্কোর কাছ থেকে ছয় লাখ ৪৭ হাজার টন জ্বালানি তেল আমদানি করেছে রিয়াদ। যেখানে আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল তিন লাখ ২০ হাজার। ২০২১ সালে সৌদি আরবে মোট তেল আমদানির পরিমাণ ছিল সাড়ে ১০ লাখ ৫০ হাজার টন। অন্যদিকে সৌদি আরব বড় আকারের তেল আমদানি করেছে মিসরের কাছ থেকেও। আবার মিসর নিজেও রাশিয়ার কাছ থেকে রেকর্ড অঙ্কের তেল কিনেছে। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভরটেক্সার তথ্য অনুযায়ী, জুনে মিশর থেকে দৈনিক এক লাখ ১০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে সৌদি আরব। এর আগে কখনো এক মাসে দেশটির কাছ থেকে এত বেশি তেল আমদানি করেনি তারা। অন্যদিকে মিসর রাশিয়ার কাছ থেকে একই মাসে রেকর্ড দৈনিক ৭০ হাজার ব্যারেল তেল কিনেছে। আরও পড়ুন: সৌদি ভ্রমণে নতুন নির্দেশনা, না মানলে শাস্তি তেলের বাজারে সৌদি আরব সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরে তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে। মূলত বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পরিশোধিত তেল কেনে তারা। এতে নিজেদের তেল পরিশোধন করতে হয় না বরং নিজেদের উৎপাদিত অপরিশোধিত ক্রুড বিশ্ব বাজারে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে তারা। সৌদি আরবে চলতি বছর গ্রীষ্মে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। ভারটেক্স জানিয়েছে, বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেলের আমদানিও বেড়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে জুনে দৈনিক তিন লাখ ২০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে সৌদি আরব যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। আরও পড়ুন: খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজকে দায়ী করলেন বাইডেন ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রফতানিতে তেমন প্রভাব পড়েনি। নিষেধাজ্ঞা সত্ত্বেও সৌদি আরবের মতো বিভিন্ন দেশ বরং তাদের থেকে আমদানি বাড়িয়েছে। এই তালিকায় আছে চীন, ভারতসহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply