SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮
করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

হাসপাতালে করোনা পরীক্ষা। ফাইল ছবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৯১ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৭২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply