Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পিএসজির পর রোনালদোকে ‘না’ বলে দিল চেলসিও




পিএসজির পর রোনালদোকে ‘না’ বলে দিল চেলসিও

ক্লাবের দর্শনের দোহাইয়ে মুখ ফিরিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। তারকা পুষে খরচ না বাড়ানোর উদ্দেশ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে না বলে দিয়েছে পিএসজি। আগ্রহ দেখায়নি সাবেক ক্লাব জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদও। আলোচনা ছিল চেলসিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। শেষ খবর, সেখানেও যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে সিআর সেভেনের। ক’দিন ধরে বিশ্ব ফুটবলে খবরের পালে জোর হাওয়া ছিল, প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি হতে চলেছে রোনালদোর পরবর্তী গন্তব্য। ব্লুজদের নতুন মালিক টড বোয়েলি খোলাখুলিভাবে জানিয়েছিলেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে তার চাই। সেখানে একটুখানি কিন্তু রেখেছিলেন আমেরিকান ধনকুবের। তাতেই আটকে গেল রোনালদোর সম্ভাব্য দলবদল। Reneta June বোয়েলি চাইছিলেন, ক্লাবে রোনালদোর মতো মহাতারকা টেনে দৃষ্টি ফেরাতে, একইসঙ্গে প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের। সবার আগে তিনি কোচ থমাস টুখেলের সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন। নিজেদের মাঝে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন রোনালদোকে চুক্তি করাচ্ছেন না। বিজ্ঞাপন চেলসির মালিক গত মাসে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে রোনালদোর প্রতিনিধিদের সাথে দেখা করেছিলেন। রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাওয়াকে অগ্রাধিকার দিয়ে তার এজেন্ট হোর্হে মেন্ডেসও এগোচ্ছিলেন। সেসব কিছুকেই উড়িয়ে দিয়েছেন ইংলিশ মিডিয়া টাইমস। পত্রিকাটি জানাচ্ছে, পশ্চিম লন্ডনের ক্লাবটি সিআর সেভেনের ব্যাপারে নিজেদের আগ্রহের ইতি টেনেছে। রোনালদোর এজেন্ট ইউরোপজুড়ে ঘুরলেও এখনও কোনো ক্লাবকে রাজি করাতে পারেননি। জায়ান্ট ক্লাবগুলোর অনেকে ৩৭ বর্ষী তারকার ব্যাপারে আগ্রহ দেখায়নি শুরু থেকেই। এদিকে রোনালদোকে বিক্রি করবেন না বলে জানিয়ে আসছেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এখনও রেড ডেভিলদের প্রাক-মৌসুম অনুশীলন ও সফরে যোগ দেননি রোনালদো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply