Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আবারও রোনালদোর সঙ্গী ক্যাসেমিরো




২০১৩ সালে সাও পাওলো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস হেনরিক ক্যারসেমিরো। রিয়ালে তখন প্রাণভ্রোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার সঙ্গে রিয়ালের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন ক্যাসেমিরো। এরপর রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পারি জমিয়েছিলেন রোনালদো। সেখানে দুই মৌসুম কাটিয়ে সর্বশেষ নিজের আগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। এবার এই পর্তুগিজের সঙ্গে রেড ডেভিলদের শিবিরে যোগ দিচ্ছেন ক্যাসেমিরোও। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকা ক্যাসেমিরো প্রিমিয়ার লিগে রোনালদোর সঙ্গে যুক্ত হয়ে ম্যানইউকে নতুন মৌসুমে ভালো অবস্থানে নিতে চান। দলটিকে আবারও ফেরাতে চান চ্যাম্পিয়নস লিগ খেলার কক্ষপথে। ইতোমধ্যে ক্যাসেমিরোর রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং ক্লাবটির ওয়েবসাইট। লস ব্লাঙ্কোসদের ওয়েবসাইটে এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘রিয়াল এবং ম্যানইউ ক্যাসেমিরোর দলবদলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। রিয়াল ক্যাসেমিরোর এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে এবং ক্লাবের ইতিহাস হওয়া ক্যাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে দলকে সফলতা এনে দেওয়ায়।’ ক্যাসেমিরো রিয়ালে ৯ বছরের ক্যারিয়ারে মোট ১৮টি শিরোপা জিতেছে। এরমধ্যে ৫টি চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, লা লিগা শিরোপা জেতার সৌভাগ্য হয়েছিল ক্যাসেমিরো। সদ্য জেতা উয়েফা সুপার কাপের ফাইনালে ক্যাসেমিরো সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। জায়গা মিলেছে ব্যালন ডি’অরের সেরা ত্রিশেও। ক্যাসেমিরোর বিদায়ে তার রিয়াল সতীর্থরা এই ফুটবলারের জন্য চিঠিও উৎসর্গ করেছেন। সবমিলিয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে আনন্দেই বিদায় নেওয়ার সুযোগ মিলেছে ক্যাসেমিরোর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply