Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৫ বছর ধরে প্রেম, তবে বিয়ের খবরটি ‘গুঞ্জন’




নায়িকা ববির সাথে ‘বিয়ের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন প্রযোজক সাকিব সনেট চিত্রনায়িকার ইয়ামিন হক ববি প্রেম করছেন। ‘নোলক’ ছবির প্রযোজক সাকিব সনেটের সাথে তার প্রেমের সম্পর্ক। গত পাঁচ বছর ধরে তাদের এই প্রেম। ২০১৭ সালের শেষ দিক থেকে ববি-সনেটের প্রেম হয়। শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের কাছে প্রেমের বিষয়টি স্বীকার করেন প্রযোজক ও ব্যবসায়ী সাকিব সনেট। Reneta June ববির সঙ্গে সাকিব সনেটের পরিচয় ২০১৭-তে। শাকিব খানকে নিয়ে ‘নোলক’ নামে একটি ছবি করেছিলেন সেনট। মূলত তখনই ববির সঙ্গে সনেটের প্রেমের শুরু হয়। বিজ্ঞাপন সনেট বলেন, নোলকের শুটিংয়ের আগে থেকে ববির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তখন ববি ভীষণভাবে সাপোর্ট দেয়। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এরপর সে আমার ব্যবসায়িক পার্টনার হয়। শুধু প্রেম নয়, ববির সঙ্গে বিয়ের গুঞ্জনও আছে সনেটের। এই প্রযোজক বলেন, ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি। আর বিয়ের গুঞ্জন আমরাও শুনেছি। ওটা শ্রেফ গুঞ্জন। আমাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবার অবগত। ববি মানুষ হিসেবে অমায়িক, সৎ, শান্ত। যে কোনো পরিস্থিতি সে চমৎকার ম্যানেজ করতে পারে। আমার কাছে এটাই তার বিশেষত্ব। বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। এ দিনে এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দেয় সনেটের ফেসবুক পোস্ট। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ববিকে নিয়ে ফেসবুকে সনেট একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। ‘আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply