অ্যাঞ্জেলিনার গায়ে মদ ছুড়ে মেরেছিলেন ব্র্যাড পিট!
হলিউডের একসময়কার বিখ্যাত জুটি ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা দম্পতিকে ‘পাওয়ার কাপল’ বললেও ভুল হতো না তখন! দুজনেই সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি।
কিন্তু সেসব সুখের দিন ২০১৬ সালেই চুকে গেছে। ওই বছরের সেপ্টেম্বরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। এরপর থেকে দুজনের মধ্যে তিক্ততা শুধু বেড়েই চলেছে।
Reneta June
এরই মাঝে সম্প্রতি সামনে এলো এক অবাক করা তথ্য! এফবিআই রিপোর্টে জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে পিট এবং জোলি তাদের ছয় সন্তানকে নিয়ে ফ্রান্সের নিস থেকে প্রাইভেট জেটে চড়ে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। জোলির অভিযোগ, সেই বিমানের মধ্যেই তাকে মদ ছুড়ে মারেন ব্র্যাড পিট। শুধু তাই নয়, সন্তানদের সামনেই তাকে অপমান করেন।
বিজ্ঞাপন
যার পাল্টা অভিযোগ এনে ব্র্যাড পিট বলেন, বাচ্চাদের অবহেলা করেছিলেন তার প্রাক্তন স্ত্রী। তাই আইনি ভাবে সন্তানদের দায়িত্ব তিনিই নিতে চান।
যদিও জোলির সেই অভিযোগের পর সংক্ষিপ্ত তদন্ত শেষে এফবিআই ব্র্যাড পিটকে ছেড়ে দিয়েছিল। যার ক্ষোভ এখনো মনে পুষে রেখেছেন জোলি।
২০১৬ সালে পথ আলাদা হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। জোলি বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন সেবছরই। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিশাল সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি-সংক্রান্ত জটিলতা। –সিএনএন
No comments: