ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, ৯০ বিদেশি যোদ্ধা নিহত
ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৯০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ নিয়মিত ব্রিফিংয়ে জানান, ভূমি থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়।
ইউক্রেনের খেরসন এবং নিকোলাইভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৮০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলেও ওই ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্র্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সামরিক বাহিনী ধারণা করেছিল এসব বিদেশি যোদ্ধার সংখ্যা সাত হাজারের কাছাকাছি ।
যদিও ইউক্রেনে মাত্র দুই হাজার ৭৪১ জন বিদেশি যোদ্ধা আছে বলে গত মাসে জানিয়েছিল রুশ সেনাবাহিনী।
Tag: English News lid news world
No comments: