Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক সাংবাদিকের ২৪ বছরের জেল চায় রাশিয়া




এক সাংবাদিকের ২৪ বছরের জেল চায় রাশিয়া বিশ্বাসঘাতকতার অভিযোগে ইভান সাফ্রনভ নামে সাবেক এক সাংবাদিককে ২৪ বছরের জেলের আবেদন করেছেন রুশ প্রসিকিউটররা। এক সাংবাদিকের ২৪ বছরের জেল চায় রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে এ আবেদন করেন তারা।

সাফ্রনভ ‘কমারসট’ পত্রিকায় তিনি সামরিক বিষয়াদি নিয়ে কাজ করতেন। তাকে ২০২০ সালের জুলাই মাসে গ্রেফতারের আগে তিনি রাশিয়ার মহাকাশ এজেন্সির পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি সামরিক গোপন তথ্য পাচারের বিষয়টি অস্বীকার করেছেন। মধ্যপ্রাচ্য, চেক রিপাবলিক, মধ্য ও পশ্চিম আফ্রিকায় রাশিয়ার অস্ত্র বিক্রির তথ্য ফাঁসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৭ সালে তিনি যখন রিপোর্টার ছিলেন তখন তার বিরুদ্ধে এই তথ্য পাচারের অভিযোগ ওঠে। সাফ্রনভ বলেছেন, রাষ্ট্রপক্ষের তদন্তকারীরা ২০১০ সালে তার সঙ্গে মস্কোতে একজন চেক সাংবাদিকের সঙ্গে তার যোগাযোগের বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। সাফ্রনভ তার সঙ্গে মিলে ওপেন সোর্সে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে একটি ওয়েবসাইট বানান। আরও পড়ুন: পুতিনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায় ইউক্রেন ফার্স্ট ডিপার্টমেন্টের আইনজীবী ইয়েভজেনি স্মিরনভ ও জর্জিয়ায় নির্বাসনে যাওয়া সাফ্রনভের সাবেক উকিল ইভান পাভলভ ফেসবুকে জানান, প্রসিকিউটাররা ২৪ বছরের জেল চেয়েছেন। দোষ স্বীকার করলে সাফ্রনভকে ১২ বছরের সাজা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো দোষ স্বীকার করেননি তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply