Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নূপুর শর্মার বিরুদ্ধে সব এফআইআর তদন্ত করবে দিল্লি পুলিশ




মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া সব এফআইআর একসঙ্গে তদন্ত করবে দিল্লি পুলিশ। বুধবার (১০ আগস্ট) এ কথা জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপির মুখপাত্র নূপুরের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়। সেগুলো একসঙ্গে করে দিল্লিতে স্থানান্তরিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন নূপুর শর্মা। খবর ইন্ডিয়া টুডে। ইতোমধ্যে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, আসাম ও কর্ণাটকের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতে নূপুরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব আসতে থাকে সেই রাজ্যগুলো থেকে। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট বুধবার (১০ আগস্ট) জানান, আপাতত সব এফআইআর একসঙ্গে করে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। মামলার তদন্তভার থাকবে দিল্লি পুলিশের হাতে। পরবর্তী সময়ে নতুন কোনো এফআইআর দায়ের হলে সেটাও তদন্ত করবে দিল্লি পুলিশ। আর যতদিন তদন্তের কাজ শেষ না হচ্ছে, ততদিন নূপুরকে গ্রেফতার থেকে রেহাই দিয়েছেন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালা এ নির্দেশ দেয়ার সময় আবেদনকারীর জীবনহানীর আশঙ্কার কথা উল্লেখ করেন। বিচারপতি সূর্যকান্ত ও পর্দিওয়ালার এজলাস এর আগে এ ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরকে তিরস্কার করে বলেছিলেন, তিনি একাই সারা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। যা কিছু ঘটছে, তার জন্য তিনি একাই দায়ী। এ বেঞ্চই আবার নিরাপত্তার স্বার্থে নূপুরকে স্বস্তি এনে দিলেন। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এর মধ্যেই এফআইআর খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে যেতে পারেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। বিতর্কিত মন্তব্যের পর ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই মন্তব্য অনভিপ্রেত। সরকার সব ধর্মকে সমান চোখে দেখে। অবমাননাকর মন্তব্যের জন্য এরপর নূপুরকে বিভিন্ন মহল থেকে হত্যার হুমকিও দেয়া হয়। তার মন্তব্য সামাজিক মাধ্যমে সমর্থন করায় রাজস্থান ও কর্ণাটকে দুজনকে হত্যাও করা হয়। বিতর্কিত মন্তব্যের জেরে নূপুরের বিরুদ্ধে মামলায় প্রথম এফআইআর দায়ের হয়েছিল দিল্লিতেই। বিজেপির সাময়িক বরখাস্ত মুখপাত্রের আর্জি ছিল, যেহেতু প্রথম এফআইআর দিল্লিতে দায়ের হয়েছে, তাই পরবর্তীকালে অন্যান্য রাজ্যে আরও যত এফআইআর দায়ের হয়েছে, তা একত্র করে দিল্লির মামলার সঙ্গে যুক্ত করা হোক। গেল ২৬ মার্চ একটি টিভির টক শোতে ওই বিতর্কিত মন্তব্যের জেরে দেশে-বিদেশে নূপুরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ভারতের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনাও ঘটে। এরপর তাকে মুখপাত্রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিজেপি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply