Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফ্রিতে পড়া যাবে সুইডেনের সেরা চার বিশ্ববিদ্যালয়ে




সুইডেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র‍্যাংকিয়ে সামনের সারিতে রয়েছে। দেশটিতে পড়াশোনা করার ব্যয় বেশি। তাই দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বা বৃত্তি দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সুইজারল্যান্ডের বাইরের দেশের শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়া হয়। কারণ দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ইইউ, ইউরোপীয় ইকোনোমিক এরিয়া (ইইএ) ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীদের ফ্রি টিউশন ফিতে পড়ার সুযোগ দেয়া হয়। এখানে সুইডেনের সেরা কিছু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিসহ তথ্য দেয়া হলো, যা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় ইকোনোমিক এরিয়া (ইইএ) ও সুইজারল্যান্ডের বাইরের শিক্ষার্থীরাও বিবেচনা করতে পারে: লিংকোপিং বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুইডিশ শহরে অবস্থিত লিংকোপিং বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের একটি রক্তাক্ত ইতিহাস রয়েছে। সফল হকি ও ফুটবল দলের জন্য বিশ্ববিদ্যালয়টির পরিচিতি রয়েছে। সুইডেনে প্রতিষ্ঠিত ষষ্ঠ বিশ্ববিদ্যালয় এটি। ১৯৭৫ সালে এটিকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়েছিল। বিশ্বের ২০০টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে লিংকোপিং বিশ্ববিদ্যালয়। ইইউ, ইইএ ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারে। এ ছাড়া অন্য দেশের শিক্ষার্থীদের এ বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে প্রোগ্রামভিত্তিক ৭ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ টাকা (৮০,০০০-৪,২৫০০০ সুইডিশ ক্রোনা) গুনতে হতে পারে। উপসালা বিশ্ববিদ্যালয় টিউশন ফ্রি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুইডেনের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি হলো উপসালা বিশ্ববিদ্যালয়। প্রথম নর্ডিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি তিনটি শাখায় বিভক্ত- মানবিক ও সামাজিক বিজ্ঞান, ওষুধ ও ফার্মেসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। বিশ্ববিদ্যালয়টি গবেষণাকেন্দ্রিক পড়াশোনাকে প্রাধান্য দেয়। এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ১৫ শিক্ষার্থী পড়াশোনা চলাকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের শিক্ষার্থীদের এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য সাড়ে ৪ লাখ থেকে ৭ লাখ টাকা (৫০০০০-৭২৫০০ ক্রোনা) গুনতে হবে। স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স সুইডেনের জেলা শহর ভাসাস্তাদেনে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স অবস্থিত। ইউরোপের শীর্ষস্থানীয় কমার্স বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি। এ বিশ্ববিদ্যালয়ের পাঠদানের মাধ্যম ইংরেজি। বিশ্ববিদ্যালয়টির প্রোগ্রামগুলোতে ব্যবসায়িক গবেষণা ও যোগাযোগকে প্রাধান্য দেয়া হয়। ভাসাস্তাদেন স্টকহোমের কেন্দ্রীয় অংশে অবস্থিত, এটি বিশ্বের অন্যতম আধুনিক ও উন্মুক্ত শহর হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের শিক্ষার্থীদের ১৩ লাখ থেকে ১৬ লাখ টাকা (১৫০০০০-১৬৫০০০ ক্রোনা) পর্যন্ত লাগতে পারে। তবে যারা এমএসসি প্রোগ্রাম করতে ইচ্ছুক তাদের জন্য বিশ্ববিদ্যালয়টি পূর্ণ ও আংশিক বৃত্তি প্রদান করে। মালমো বিশ্ববিদ্যালয় সুইডেনের মালমো বিশ্ববিদ্যালয়ের বয়স খুব বেশি নয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি মালমো শহরের কেন্দ্রে অবস্থিত। মালমো শহর ফোর্বসের তালিকায় উদ্ভাবনী শহরের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। মালমো বিশ্ববিদ্যালয়টি চ্যালেঞ্জভিত্তিক শিক্ষা, গবেষণা, সহযোগিতামূলক কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষানবিশরা স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজের সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ১ হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থীকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের শিক্ষার্থীদের সাড়ে ৭ লাখ থেকে ৪০ লাখ টাকা (৮০,০০০-৪,২৫০০০ ক্রোনা) পর্যন্ত লাগতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply