পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ অনুরোধ
পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ অনুরোধ
ফাইল ছবি
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক ক্ষুদেবার্তায় ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে এ অনুরোধ করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, গত কয়েক দিন ধরে ঢাকা মহানগর এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
Tag: English News politics
No comments: