Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রিয়াদকে ধোনির মতোই ভাবেন শ্রীরাম




মাহমুদউল্লাহকে ধোনির মতো ভাবলেও শ্রীরাম ছবি- সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিনিশার রোলেই বিবেচনা করা হয়ে থাকে। যে ফিনিশার রোলটাকে বিশ্ব ক্রিকেটে নতুন করেই চিনিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশ ক্রিকেটে রিয়াদ একই পজিশনে একই কাজ করেন বলে এই ক্রিকেটারকে ধোনির মতো ভাবেন টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। এত বড় ক্রিকেটারের মতো ভাবা সত্ত্বেও রিয়াদকে কেন বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়নি? এর উত্তরে শ্রীরাম জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হওয়া সত্ত্বেও ধোনিকেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে। কেবল আন্তর্জাতিক নয় সেরা ফিনিশার হয়েও ধোনিকে ঘরোয়া ক্রিকেটও একসময় ছেড়ে দিতে হবে। একই পথে হাঁটতে হবে মাহমুদউল্লাহকেও। যার ফলে টাইগারদের টি-টোয়েন্টির এই সাবেক অধিনায়ককে ধোনির মতো ভাবলেও বিশ্বকাপ দলে রাখতে পারেননি তারা। অবশ্য মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত কেবল টেকনিক্যাল কনসালটেন্টের নয় বরং টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচক সবারই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা শেষে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামও সাংবাদিক সম্মেলনে আসেন। সেখানে তিনি বিশ্বকাপের মঞ্চে রিয়াদের না থাকা নিয়ে বলেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন প্ল্যান। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে। কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে? আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply