ফের আদালতে পি কে হালদার
বাংলাদেশ থেকে অর্থপাচারের মামলায় ভারতের পশ্চিমবঙ্গের গ্রেফতার হওয়া পি কে হালদারকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হয়েছে।
ফের আদালতে পি কে হালদার
১৪ মে কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে ভারতের অর্থনৈতিক দুর্নীতি তদন্তকারী সংস্থা ইডি গোয়েন্দারা পি কে হালদারকে গ্রেফতার করেন।
তার সঙ্গে গ্রেফতার হন তার ভাই, তার দুই ভাগনে ও এক বান্ধবী। বৃহস্পতিবার তাদের সবাইকে একই আদালতে হাজির করা হয়।
সবশেষ গত ১০ আগস্ট এ আদালতে হাজির করা হলে বিচারক তাদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: ব্যবসায়ীর খাটের নিচে ১০ কোটি টাকা!
পি কে হালদারসহ ছয়জন পাঁচ মাস ধরে জেলে বন্দি রয়েছেন।
তদন্তকারী ইডি ৫৩ দিন পর এ মামলার চার্জশিট দাখিল করে আদালতে। গ্রেফতার ছয়জনের বিরুদ্ধেই চার্জশিট দেয় ইডি।
Tag: English News others world
No comments: