Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সেমি ফাইনালে এই চার দেশ! বিরাট ভবিষ্য়দ্বাণী করলেন সচিন তেন্ডুলকর




ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের শেষ চারে এই দেশগুলিকেই দেখছেন সচিন তেন্ডুলকর। কালো ঘোড়া হিসাবে সচিন বেছে নিয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জানিয়ে দিলেন যে, টি-২০ বিশ্বকাপের শেষ চারে কোন কোন দলকে দেখছেন তিনি। সচিনের বাছাই করা সেরা চারে রয়েছে ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 'ক্রিকেট ঈশ্বর' এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি অবশ্যই চাই ভারত চ্যাম্পিয়ন হোক। কিন্তু আমার প্রথম চারে থাকবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আমার কাছে কালো ঘোড়া। কারণ দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে সেপ্টেম্বর-অক্টোবরে এরকম পরিবেশ থাকে। ওরা এই পরিবেশে খেলে অভ্যস্ত। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ভাল সুযোগ রয়েছে। এই দলে দারুণ ভারসাম্য় রয়েছে। মাঠে নেমে ডেলিভার করার মতো কম্বিনেশন রয়েছে। আমি সত্যিই আশাবাদী আমাদের সম্ভাবনার ব্যাপারে।'

জসপ্রীত বুমরার ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে নিঃসন্দেহে বড় ফ্যাক্টর। যদিও মাস্টার ব্লাস্টারের কিছু দিন আগে দাবি করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ শামি তাঁর সতীর্থ বুমরার যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন 'গড অফ ক্রিকেট'। ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে সবাই জানে আসল লড়াই শুরু হবে ২৩ অক্টোবর থেকে। উদ্বোধনী ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান। তাই আসল লড়াই শুরু হওয়ার আগে রোহিত শর্মাকে বিশেষ পরামর্শ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সচিন বলেছেন, 'চোটের জন্য বুমরার না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরা ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরার আদর্শ পরিবর্ত।' শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি যোগ করেছেন, 'অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।' এখন দেখার সচিনের ভবিষ্যদ্বাণী মেলে কিনা!






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply