Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে ইতালির মন্ত্রীপরিষদ গঠন




প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে ইতালির মন্ত্রীপরিষদ গঠন ছবি সংগৃহীত ইতালিতে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেয়েছে দেশটির জনগণ। শনিবার (২২ অক্টোবর) দেশটির রাষ্ট্রপতি সার্জেও মাত্তারেল্লা’র কাছে নিজের মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। নতুন এ মন্ত্রিপরিষদে দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রোম প্রেফেত্তুরা’র প্রধান মাত্ত্বেও পিয়ান্তেদোসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আন্তোনিয়ো তায়ানিকে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তায়ানি। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও লেগা নর্দের কট্টোর ডানপন্থী নেতা মাত্ত্বেও সালভিনি পেয়েছে অবকাঠামো ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব। Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন অপরদিকে অর্থমন্ত্রী হয়েছেন জানকার্লো জর্জেত্তি, আইনমন্ত্রী হয়েছেন কার্লো নর্দিয়ো, ওরাতজিয়ো শিলাচি (স্বাস্থ্যমন্ত্রী), জুইদো ক্রোসেত্তো (প্রতিরক্ষামন্ত্রী), আদোলফো উরসো (অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী), ফ্রাঞ্চেস্কো লল্লোব্রিজিডা (কৃষিমন্ত্রী), লুকা চিরিয়ানি (পার্লামেন্ট প্রতিবেদনমন্ত্রী), এউজেনিয়া রচেত্তি (পরিবার-পরিকল্যাণমন্ত্রী), নেল্লো মুসুমেচি (দক্ষিণের মন্ত্রী), রাফায়েলে ফিত্তো (ইউরোপীয় পার্লামেন্ট সম্পর্কিতমন্ত্রী), দানিয়েলা সান্তাঙ্কে (পর্যটনমন্ত্রী), জেন্নারো সান জুলিয়ানো (সংস্কৃতি মন্ত্রী), মারিনা কালদেরোনে (শ্রমমন্ত্রী), রবের্তো কালদেরোলি (বিভাগীয় ব্যবসায়ী), জুসেপ্পে ভালদিতারা (ইন্সট্রাকশন), আলেসসান্দ্রা লোকাতেল্লি (প্রতিবন্ধকতা বিষয়ক), মারিয়া এলিসাবেত্তা আলবেরতি কাসেল্লাতি (সংস্কার বিষয়ক), গিলবের্তো পিকেত্তো ফ্রাতিন (পরিবেশ ও এনার্জি নিশ্চয়তা বিষয়ক), আন্নামারিয়া বেরনিনি (বিশ্ববিদ্যালয় রিসার্চ বিষয়ক), আন্দ্রেয়া আবোদি (যুব ও ক্রীড়ামন্ত্রী), পায়োলো জানঘ্রিল্লো (পাবলিস অ্যাডমিনিস্ট্রেশন) এবং আলফ্রেদো মানতোভানো পেয়েছেন প্রেসিডেন্সি কাউন্সিল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন এ মন্ত্রিপরিষদ দেশকে চলমান সংকট কাটিয়ে নিয়ে যেতে পারবে বলে রাষ্ট্রপতি মাত্তারেল্লার কাছে আশা প্রকাশ করেন ইতালির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনি। অভিবাসীবিরোধী সরকার গঠন হওয়ায় শঙ্কায় পড়েছেন দেশটিতে বসবাসরত বিদেশিরাসহ প্রবাসী বাংলাদেশিরা। ক্ষমতায় আসার আগেই বিভিন্ন সমাবেশে বিদেশিদের বিরুদ্ধে কড়া মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েন মেলোনি। এছাড়া অনেকে মনে করছেন, বিদেশিদের বিরুদ্ধে কথা বলায় এত জনপ্রিয়তা লাভ করে বিপুল ভোট পেয়েছেন তিনি। আরও পড়ুন: আরও কমলো স্বর্ণের দাম তবে দেশটিতে বসবাসরত অভিবাসীদের নিয়ে কাজ করা বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের কর্মীরা মনে করছেন, বর্তমান সরকার বিদেশি বা অভিবাসীবিরোধী নয়। তারা শুধু অবৈধ অভিবাসীবিরোধী। যারা দেশটিতে নিয়ম মেনে চলাফেরা ও কাজকর্ম করছে, তাদের কোনো সমস্যা হবে না। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকার কাজ করবে। এটা ক্ষমতায় আসার আগেই পরিষ্কারভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী মেলোনি। তবে দেখা যাক এখন কি ধরনের পদক্ষেপ নেয় নতুন সরকার। নতুন এ মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে সরকারপ্রধানরা। ইতোমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিসহ অনেক রাষ্ট্রপ্রধান নতুন এ মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে বাংলাদেশের সরকার প্রধান বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুভেচ্ছা বার্তা না আসায় সমালোচনা করেছে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সংগঠন। তারা বলছে, ইতালিতে বর্তমানে দুই লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। আমাদের সরকারের উচিৎ সবসময় দেশটির সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলে প্রবাসী এবং ভবিষ্যৎ শ্রম বাজারের উন্নতি হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply