Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮




মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে ভয়াবহ বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে তিনজন কারারক্ষী এবং ৫ জন বন্দিদের স্বজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে কারাগারে দুইটি পার্সেল আসে। পরে পার্সেল দুটি কারাগারের ভেতরে নেয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের সময় কারাগারের সৈন্যরা গুলি চালিয়েছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথেই আমি দৌড়ে বেরিয়ে আসি। এ সময় আমি আহত হয়েছি। সৈন্যরা কারাগারের প্রবেশপথে নির্বিচারে গুলি চালিয়েছেন। আরও পড়ুন: মিয়ানমার চীন থেকে এফটিসি-২০০জি যুদ্ধবিমান কিনেছে স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ বিস্ফোরণের স্থান পরিদর্শন করছে। বিবিসি বার্মিজ বলছে, বিস্ফোরণে গুরুতর আহত কারাগারের কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া যারা সামান্য আহত হয়েছেন, তাদের পাশের দোকানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ওই কারাগারটিতে ১০ হাজারে বেশি বন্দি রয়েছে। যাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতাকর্মী। বন্দিদের অমানবিক নির্যাতনের জন্য ব্যাপকভাবে পরিচিত ইনসেইন কারাগার। এ ঘটনায় ইয়াঙ্গুনজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে তল্লাশি চৌকি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply