Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ডার্কওয়ার্থ লুইস মেথডে ৫ রানের জয় পেল আয়ারল্যান্ড।




বৃষ্টিতে কপাল পুড়লো ইংল্যান্ডের ৫.৩ ওভরের খেলা বাকি তখন নেমে এলো বৃষ্টি। শেষ পর্যন্ত এই বৃষ্টি আর থামলো না। তাতে কপাল পুড়লো ইংলিশদের। বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে ৫ রানের জয় পেল আয়ারল্যান্ড।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ফ্যাক্টর হয়ে উঠছে বৃষ্টি। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নিশ্চিত জয়ের ম্যাচে বৃষ্টির বাগড়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় প্রোটিয়াদের। এবার দুই প্রতিবেশির লড়াইয়েও ভাগড়া দিল বৃষ্টি। তাতে বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসা ইংলিশদের দ্বিতীয় ম্যাচেই পরাজয় বরণ করতে হলো। যদিও ম্যাচে ভালো অবস্থানে ছিল ইংলিশ। ৩৩ বলে জয়ের জন্য তাদের দরকার ছিল মাত্র ৫২ রান। হাতে ছিল ৫টি উইকেট। মেলবোর্নে বুধবার (২৬ অক্টোবর) বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১৫৭ রান। বৃষ্টি আইন অনুযায়ী ৫ রানে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে জস বাটলারদের। পূর্ণ ২ পয়েন্ট নিজেদের করে নিয়েছে অ্যান্ডি বালবির্নিরা। এর আগে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের সামনে ধুঁকতে থাকে ইংলিশ ব্যাটাররা। ১৪ রান তুলতেই দুই ওপেনার জস বাটলার (০) ও অ্যালেক্স হেলসকে (৭) হারায় ইংল্যান্ড। তাদের সাজঘরে ফেরান জশ লিটল। শুরুর ধাক্কা সামলে ওঠার আগে বেন স্টোকস ফিরে যান ফিওন হ্যান্ডের বলে বোল্ড হয়ে। ৮ বলে ৬ রান আসে এ অলরাউন্ডারের ব্যাট থেকে। চতুর্থ উইকেট জুটিতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ডেভিড মালান ও হ্যারি ব্রুক। ইনিংসের একাদশ ওভারের প্রথম দুই বলে আইরিশ ফিল্ডারদের ব্যর্থতায় একবার করে জীবন পান এ দুই ব্যাটার। একই ওভারের পঞ্চম বলে ডকরেলকে আর হতাশ করেননি সতীর্থরা। ব্রুকের ক্যাচ এবার ঠিকঠাক তালুবন্দি করে নেন ডিলানি। ২১ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ব্রুক। দলকে বিপদে রেখেই ফিরে যান মালান। ৩৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে ম্যাকার্থির বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে হ্যান্ডের হাতে ধরা পড়েন মালান। চাপ সামলে ষষ্ঠ উইকেট জুটিতে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন মঈন আলি। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এর আগে ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। মূলত ম্যাচের শুরুর দিকে অ্যান্ডি বালবিরনি এবং লরকান টাকার ৮২ রানের জুটির কল্যাণে এই স্কোর পায় আইরিশরা। ৬২ রান করেন বালবিরনি। ৩৪ রান করেন লরকান টাকার। মার্ক উড ও লিভিংস্টোন দু’জনেই নেন ৩টি করে উইকেট। সাম কুরান ২টি আর বেন স্টোকস ১টি উইকেট নেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply