বিশ্বের ‘সবচেয়ে নোংরা’ ব্যক্তির মৃত্যু
বিশ্বের ‘সবচেয়ে নোংরা’ মানুষের তকমা পাওয়া ইরানি ব্যক্তি আমাউ হাজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। গত কয়েক দশক ধরে গোসল না করার কারণে তাকে ‘নোংরা মানুষের’ তকমা দেয়া হয়েছিল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমাউ হাজি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে গোসল করেননি। তিনি অবিবাহিত ছিলেন। রোববার (২৩ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে মারা যান।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, হাজি ‘অসুস্থ হওয়ার’ ভয়ে এত দিন গোসল করা এড়িয়ে গেছেন।
আরও পড়ুন: পিঁপড়া নাকি দানব!
কিন্তু কয়েক মাসে আগে প্রথমবারের মতো গ্রামবাসীরা তাকে গোসলের জন্য একটি বাথরুমে নিয়ে গিয়েছিল।
২০১৩ সালে তার জীবন নিয়ে ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমাউ হাজি’ (আমাউ হাজির অদ্ভূত জীবন) নামে একটি ছোট তথ্যচিত্র তৈরি করা হয়েছিল।
Tag: English News Featured world
No comments: