Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনার সান্ত্বনার জয়, বায়ার্নের ছয়ে ছয়




চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনার সান্ত্বনার জয়, বায়ার্নের ছয়ে ছয় চ্যাম্পিয়নস লিগে এমন ‘দুধভাত’ ম্যাচও যে খেলতে হবে তা হয়তো ভাবেতেই পারেনি বার্সেলোনা। এক ম্যাচ আগেই যে বিদায় নিশ্চিত হয়ে গেছে কাতালান পরাশক্তিদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। সেই ম্যাচে অবশ্য ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। একই গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবগুলোতে জিতল বায়ার্ন।

প্লজেনের মাঠে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে বার্সা। একের পর আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ক্যাম্প ন্যুর দলটি। প্রথম ১৮ মিনিটে বার্সার পজেশন ছিল ৮৩ শতাংশ, বিপরীতে প্লজেনের পজেশন ছিল মাত্র ১৩ শতাংশ। তার আগেই অবশ্য ম্যাচে লিড নেয় বার্সা। জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করল বার্সা জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করল বার্সাছবি: টুইটার ম্যাচের মাত্র ৬ মিনিটে মার্কোস আলেনসো এগিয়ে দেন বার্সাকে। প্রচেষ্টাটি অবশ্য আনসু ফাতির ছিল। তবে সেটি প্রায় রুখেই দিয়েছিল প্লজেন গোলরক্ষক। শেষ মুহূর্তে এগিয়ে গিয়ে বল জালে জড়ানোর কাজটি সম্পন্ন করেন আলেনসো। এগিয়ে গিয়েও আক্রমণের ধারা থেকে সরে আসেনি বার্সা। উল্টো বিদায়ের জ্বালা মেটাতে বোধহয় চেক ক্লাবটির ওপর চেপেই বসে তারা। একের পর এক আক্রমণে নিজেদের শক্তির প্রমাণও যেন দিতে চেয়েছে বার্সা। বিরতির ঠিক আগ মুহূর্তে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ফেরান তোরেস। কাছাকাছি জায়গা থেকে দারুণ এক ভলিতে গোল করেন এই স্প্যানিশ তারকা। প্রথমে অবশ্য জর্দি আলবাকে অফসাইড ধরে নিয়ে বাতিল করা হয় সেই গোল। পরে অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। বিরতির পর অবশ্য বার্সাকে কাঁপিয়েই দিয়েছিল প্লজেন। ঘরের মাঠে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান থমাস কোরি। পরে ৬৩ মিনিটে সেই কোরিই ব্যবধান ৩-২ করেন। এ সময় বার্সার সান্ত্বনার জয়টিও মনে হচ্ছিল শঙ্কায়। তবে সে শঙ্কা দূর করেন পাবলো তোরে। ম্যাচের ৭৫ মিনিটে রাফিনহার সহায়তাতেই গোলটি করেন তোরে। এই গোলটিতেই শেষ পর্যন্ত নিশ্চিত হয় বার্সার জয়। ঘরোয়া লিগে কিছুটা খুঁড়িয়ে চললেও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে বায়ার্ন যেন ধরাছোঁয়ার বাইরে। যে গ্রুপটিকে মরণকূপ বলা হচ্ছিল সেটিতেই জার্মান পরাশক্তিরা পেয়েছে ছয় ম্যাচে ছয় জয়। সর্বশেষ এই ম্যাচে বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে ইন্টারকে। ৩২ মিনিটে বেঞ্জামিন পাভার্দের গোলে এগিয়ে যাওয়ার পর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চুপো-মোটিং। বলা বাহুল্য, টানা জয়ে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই নকআউটে যাবেন মুলার-মানেরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply