Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মডরিচ-পেরিসিচদের নিয়েই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল




শেষ ভাবা হয়েছিল যাদের তাদের অনেকেই ক্রোয়েশিয়ার কাতার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। ডিফেন্ডার ডিজান লভরেন, ডমাগোজ ভিদা আছেন। মিডফিল্ডার লুকা মডরিচ বিশ্বকাপ দলে আছেন অনুমিতভাবেই। ফরোয়ার্ডে ইভান পেরেসিচ জায়গা পেয়েছেন। বুধবার ক্রোয়েশিয়ার কোচ গ্লাটকো ডালিক বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আরেকবার ক্রোয়েশিয়া শ্রেষ্ঠত্বের জন্য লড়বে। তবে বাস্তবে পা রেখে, একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চান তিনি। রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়াকে রানার্স আপ করা কোচ ডালিক বলেছেন, ‘এই খেলোয়াড়দের ওপর আমার ও অন্য স্টাফদের বিশ্বাস আছে। আমাদের ওপর কোন চাপ নেই। আমরা একটা একটা ম্যাচ ধরে সামনে যাবো। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী তবে বাস্তবতা মেনে।’ কাতার বিশ্বকাপে ‘গ্রুপ এফে’ আছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে নামবেন মডরিচরা। কানাডার বিপক্ষে ম্যাচ ২৭ নভেম্বর। ওই দুই ম্যাচে প্রত্যাশিত ফল পেলে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ক্রোয়াটদের। গত আসরে সেমিফাইনালে খেলা বেলজিয়ামের বিপক্ষে ১ ডিসেম্বরের লড়াইও তখন জমবে। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল: গোলরক্ষক: ডমিনিকি লিভাকভিচ (ডায়নামো জাগরেভ), ইভো গারবিক (অ্যাথলেটিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিক (ওসিজেক)। ডিফেন্ডার: জোসিপ স্টানিসিক (বায়ার্ন মিউনিখ), বর্না সোসা (স্টুয়ার্টগার্ড), জসকো জিভারডিওল (আরবি লাইপজিগ), ডিজান লভরেন (জেনিথ), বর্না বারিসিক (রেঞ্জার্স), ডমাগোজ ভিদা (এইকে এথেন্স), জোসিপ জুরানোভিক (সেল্টিক), মার্টিন আর্লিক (সাসুলো), জোসিপ সুটালো (ডায়নামো জাগরেভ)। মিডফিল্ডার: লুকা মডরিচ (রিয়ার মাদ্রিদ), মাতেও কোভাচিক (চেলসি), মার্সেলো ব্রোজোভিক (ইন্টার মিলান), মারিও পাসালিক (আটালান্টা), নিকোলা ভালাসিক (তুরিনো), ক্রিস্টিজান জাকিচ (ইনট্রাক্ট ফ্রাঙ্কফুট ), লভরো মাজের (রেনেস), লুকা সুচিক (রেল বুল সলসবার্গ)। ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ কারামিক (হফেনহেইম), মার্কো লিভাজা (হাজডুক স্পিলিট), ব্রুনো পেটকোভিক (জায়নামো জাগরেভ), মিসলাভ ওরসিক (জায়নামো জাগরেভ), আন্তে বুদিমির (ওসাসুনা)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply