Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এবারের বিশ্বকাপে রাস্তায় উল্লাস করবে না দক্ষিণ কোরিয়া




দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইথেওয়ান ট্র্যাজেডির সম্মানে আসন্ন ফিফা বিশ্বকাপের সময় রাস্তায় আনন্দ-উল্লাস করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। সিউলে শুক্রবার ৪ (নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। দক্ষিণ কোরিয়া কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আরও বলা হয়েছে, এবারের কাতার ফিফা বিশ্বকাপে রাস্তায় আনন্দ-উল্লাস অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকবে দক্ষিণ কোরিয়া। কারণ গত ২৯ অক্টোবর ইথেওয়ান ট্র্যাজেডিতে নিহতদের সম্মানে এ বছরের কাতার বিশ্বকাপের সমস্ত 'স্ট্রেট চিয়ারিং' ইভেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহের ওই ঘটনায় এখনও শোকে স্তব্ধ পুরো কোরিয়া। এখনও স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি। এমন অবস্থায় বিশ্বকাপে আনন্দ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানুষ। ইতোমধ্যে অনুষ্ঠানের আয়োজক কোম্পানিগুলোর স্পনসরশিপও বাতিল করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ কোরীয়দের জন্য একটি ঐতিহ্য হলো 'স্ট্রেট চিয়ারিং' ইভেন্ট। যেখানে ভক্তরা দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলকে উত্সাহিত করার জন্য গোয়াংওয়ামুন প্লাজা, সিউল প্লাজা, শিনসন ও গ্যাংনামের ইয়েংডং-দাইরোতে অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন। এ সময় খেলা বিশাল পর্দায় সম্প্রচার করা হয়। ভক্ত এবং দর্শকরা লাল পোশাক পরে জড়ো হন সবাই। আরও পড়ুন: সংক্ষিপ্ত সফরে চীনে জার্মান চ্যান্সেলর ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের পর থেকে কোরীয়দের জাতীয় দলের টুর্নামেন্ট ম্যাচগুলোর জন্য রাস্তায় আনন্দ উল্লাসে দেশের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় ও প্রতীক্ষিত উদযাপনের একটি মূহুর্ত ছিল এটি। আসন্ন কাতার বিশ্বকাপে নভেম্বরের ২৪ তারিখে উরুগুয়ের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ২৮ নভেম্বর ঘানা আর ২ ডিসেম্বর পর্তুগালের মুখোমুখি হবে দেশটি। এদিকে লন্ডন, মেক্সিকো সিটি, রিও ডি জেনিরো, সাওপাওলো ও দুবাইসহ এই বছরে বিশ্বকাপের জন্য ফিফা ফ্যান ফেস্টিভ্যাল আয়োজনের জন্য ছয়টি শহরের মধ্যে একটি হিসেবে সিউলকে নির্বাচিত করা হয়েছে। ফ্যান ফেস্টিভ্যাল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে লাইভ ম্যাচ সম্প্রচার, আন্তর্জাতিক ডিজে ও স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। সিউলের ফ্যান উত্সবের জন্য নির্বাচিত তারিখ ও সময় এখনও ঘোষণা করা হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply