Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » আর্জেন্টিনা ম্যাচটি হেরে গেছে পাঁচ মিনিটের ভুলেই।মেসির কণ্ঠে আক্ষেপ




নিজের পঞ্চম বিশ্বকাপটা জিততেই এসেছেন লিওনেল মেসি। কিন্তু শুরুর দিনই খেয়ে গেলেন ধাক্কা। অভাবনীয়, অচিন্তনীয়, অপ্রত্যাশিত—সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে গেল ২-১ গোলে। আর্জেন্টিনা অধিনায়ক ম্যাচ শেষে সেটিই বলেছেন, সৌদি আরবের কাছে হারটা তাঁদের কাছে বড় ধাক্কা। তাঁর দলের খেলোয়াড়েরা এমন পরিস্থিতিতে শেষ কবে পড়েছে, সেটিও ভাবছেন তিনি। মেসি এ হারকে অপ্রত্যাশিতই মনে করেন, ‘এমন পরিস্থিতিতে আমার দলের খেলোয়াড়েরা কখনো পড়েছে কি না, বলতে পারছি না। এমন ধাক্কা বহুদিন আমরা খাইনি। বিশ্বকাপে এমন শুরু আমাদের প্রত্যাশিত ছিল না।’ ৩৬ ম্যাচ পর অঘটনের এক হার দেখল মেসির আর্জেন্টিনা ৩৬ ম্যাচ পর অঘটনের এক হার দেখল মেসির আর্জেন্টিনাছবি: এএফপি সৌদি আরবের কাছে এ হার আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড-যাত্রা কিছুটা অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিয়েছে। তাদের পরের দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। যেকোনো বিচারেই সৌদি আরবের চেয়ে মেক্সিকো আর পোল্যান্ড শক্তিধর দল। নিজের পঞ্চম বিশ্বকাপের শুরুটা অবশ্য দুর্দান্তই ছিল মেসির। খেলা শুরু হতে না হতেই গোল পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। নিজের রেকর্ড গোলটি মেসি পেয়ে যান এর পরপরই। আল ওয়াইসকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল করে মেসি নিজের নামের পাশে লিখে ফেলেন চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি। সৌদি আরবের হাই-লাইন ডিফেন্সের কৌশলের ফাঁদে ধরা পড়ে প্রথমার্ধের ২২, ২৮ ও ৩৪ মিনিটে আর্জেন্টিনার তিনটি গোল অফসাইডে বাতিল হয়ে যায় এরপর। তবে আর্জেন্টিনার দুঃস্বপ্নের শুরু দ্বিতীয়ার্ধেই। মেসির কণ্ঠেও দ্বিতীয়ার্ধেরই হতাশা। সেই সঙ্গে তিনি মনে করেন,

৪৮ আর ৫৩ মিনিটে সালেহ আল শেহরি আর সালেম আল দাওসারির দুই গোলই শেষ করে দিয়েছে আর্জেন্টিনাকে। মেসি বলেছেন, ‘পাঁচ মিনিটের ভুলে আমরা ম্যাচে ২-১ গোলে পিছিয়ে পড়ি। পরিস্থিতি এরপরই কঠিন হয়ে যায়, আমরা এলোমেলো হয়ে পড়ি।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply