Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » লেভেন্ডোস্কির পেনাল্টি মিসে জয়বঞ্চিত পোল্যান্ড




মেক্সিকোর আধিপত্যের ম্যাচে জয় তুলে নেয়ার সুযোগ এসেছিল পোল্যান্ডের সামনে। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কির পেনাল্টি মিসের কারণে জয় হাতছাড়া হলো পোল্যান্ডের। যদিও প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে। মেক্সিকোর হয়ে ম্যাচে গোলের অধিকাংশ সুযোগই তৈরি করেছিলেন হারভিং লজানো। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে পোল্যান্ডের রবার্ট লেওয়ান্ডোভস্কিও জয় এনে দিতে পারেননি দলকে। প্রথমার্ধেই নিজ দলের গোলরক্ষকের কাছ থেকে ৮টি পাস পান তিনি। ম্যাচের মাঝামাঝি মিস করেন পেনাল্টি শট। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধের ঠিক আগে সবচেয়ে বড় সুযোগটি নষ্ট হয় মেক্সিকোর। লজানো পাস দেন সতীর্থ হেনসি মার্টিনকে। তার কাছ থেকে বল যায় জর্জ সানচেজের কাছে। সানচেজের নেয়া শট বারের উপর দিয়ে পাঠিয়ে দেন পোলিস গোলরক্ষক। ৫২ মিনিটের সময় গোল করতে পারতেন সেই লজানো। কিন্তু এবারও তার শট ঠেকিয়ে দেন পোলিস গোলরক্ষক। ২ মিনিট পর ডি বক্সের ভেতর লেওয়ান্ডোভস্কিকে ফাউল করেন মেক্সিকো ডিফেন্ডার হেক্টর মরেনো। ভিআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু লেওয়ান্ডোভস্কির নেয়া শট ফিরিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। গোলশূন্য ম্যাচের শেষ দিকে দুদলই একাধিক পরিবর্তন আনে। তাতেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। এ ড্রয়ের ফলে ১ পয়েন্ট করে পেয়েছে উভয় দল। ফলে ‘সি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে পোল্যান্ড দুইয়ে ও মেক্সিকো তিন নম্বরে আছে। ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সৌদি আরব। সৌদির কাছে হার বরণ করা আর্জেন্টিনার অবস্থান সবার শেষে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply