Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » খারাপ ফর্মে থাকা রাহুলকে ‘গুরুমন্ত্র’ বিরাটের, ওপেনারের ফর্ম নিয়ে চিন্তিত নয় ম্যানেজমেন্ট




খারাপ ফর্মে থাকা রাহুলকে ‘গুরুমন্ত্র’ বিরাটের, ওপেনারের ফর্ম নিয়ে চিন্তিত নয় ম্যানেজমেন্ট দেবাশিস সেন, অ্যাডিলেড: চলতি বিশ্বকাপে (T-20 World Cup) ভারতীয় ক্রিকেট সমর্থকদের ক্ষোভের কারণ একটাই- ব্যর্থ হওয়া সত্বেও কেন দীর্ঘদিন ধরে দলে সুযোগ দেওয়া হচ্ছে কে এল রাহুলকে (KL Rahul)? বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রান পেলেও টুর্নামেন্টে খেলতে নেমে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দলের সহ অধিনায়ক। তিন ম্যাচে তাঁর মোট রান ২২। নেটিজেন থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলেরই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে সতীর্থের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নামার আগে নেটে দীর্ঘক্ষণ রাহুলকে পরামর্শ দিলেন কিং কোহলি (Virat Kohli)। কীভাবে শট মারতে হবে, সেই নিয়ে অনেকক্ষণ আলোচনা চলল দুই ব্যাটারের মধ্যে।

আইপিএলের পরেই চোট পেয়ে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন রাহুল। তারপর জাতীয় দলে ফিরলেও একেবারেই রান করতে পারেননি। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ- লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন রাহুল। তাঁর বদলে ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং করানো হোক-নানা মহল থেকে এমনটাই দাবি উঠছে। বারবার খারাপ শট খেলেই আউট হয়ে যাচ্ছেন রাহুল। রান না পেয়ে তিনি যে প্রবল চাপে রয়েছেন, সেটাও তাঁর ব্যাটিংয়ে ফুটে উঠছে। কীভাবে চাপ সামলে আবার রানে ফিরতে পারেন রাহুল, সেই পরামর্শ দিতেই এগিয়ে এলেন কিং কোহলি। [আরও পড়ুন: ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারতকে হারালে অঘটন হবে’, আগেই হার মানলেন শাকিব!] মঙ্গলবার ভারতীয় দলের নেট প্র্যাকটিসে দেখা গেল, রাহুলের সঙ্গে আলাদা করে কথা বলছেন বিরাট। বেশ কয়েকটি শট শ্যাডো করেও দেখান রাহুল। সেখানে কী ধরনের ভুল হচ্ছে, সেই নিয়েও কথা বলতে দেখা গিয়েছে বিরাটকে। কোন বলে কী শট মারা উচিৎ, তাও দেখিয়ে দেন কিং কোহলি। প্র্যাকটিসের সময় দলের অন্য সদস্যরা থাকলেও, বিরাটকে অধিকাংশ সময় রাহুলের আশেপাশেই দেখা যায়। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও রাহুলকে পরামর্শ দিতে এগিয়ে আসেন। প্রসঙ্গত, দীর্ঘদিন পরে ফের ফর্মে ফিরেছেন বিরাট। সেই জন্য রাহুলকে পরামর্শ দেওয়ার জন্য একেবারে আদর্শ ব্যক্তি হলেন কিং কোহলি। তবে লাগাতার ব্যাটিং ব্যর্থতার পরেও রাহুলের প্রতি ভরসা হারাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হেড কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “রাহুল অসাধারণ ক্রিকেটার। আগেও যথেষ্ট ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় এখনও খুব ভাল ব্যাটিং করছে রাহুল। টপ অর্ডারের ব্যাটাররা এরকম সমস্যায় পড়েই থাকেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো বড় মাপের বোলারদের বিরুদ্ধে ভাল খেলেছিল। আশা করি পরের ম্যাচগুলিতে ভাল খেলবে।” অন্যদিকে, বুধবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়ে অ্যাডিলেডে ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ বাতিল হয়ে যেতে পারে। আপাতত গ্রুপ ২তে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বুধবারের ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলবে ভারত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply