SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » চিঠিতে কিমকে যে বার্তা দিলেন শি জিনপিং
বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার কিম জং উনকে চিঠি দিয়ে এ কথা বলেছেন। চিঠি দেয়ার কয়েক দিন আগে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা ১৫ হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, উত্তর কোরিয়া আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির মোকাবিলা তারা পারমাণবিক অস্ত্র দিয়েই করবে। এ ছাড়া সপ্তাহজুড়ে উত্তর কোরিয়া সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, তারা যেকোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। ঠিক এমন উত্তেজনার মধ্যে শি জিনপিং কিমকে চিঠিতে জানিয়েছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের পরিবর্তনগুলো অভূতপূর্ব উপায়ে ঘটছে। ঠিক এ কারণেই পিয়ংইয়ংকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন। তিনি আরও জানান, বিশ্ব ও এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতে বেইজিং উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করবে। কেসিএনএ বলেছে, চীনা কমিউনিস্ট পার্টির পুনরায় প্রধান নির্বাচিত হওয়ার পর কিমের অভিনন্দনের প্রতিক্রিয়ায় এ চিঠি দিয়েছেন শি জিনপিং। আরও পড়ুন: এক দিন না যেতেই আবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষা চালানোর দিনে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন শি জিনপিং। এ সময় ওয়াশিংটন বলেছে যে তারা চায় চীন উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে তার প্রভাব ব্যবহার করুক। এদিকে আইসিবিএম নিক্ষেপের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি সভা আহ্বান করেছে। তবে ওই সভা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চীন ও রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সেভাবে না থাকলেও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ৯০ শতাংশের বেশি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply