Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » 'ছিঃ কাজল, তুমিও! জয়া বচ্চনের মতোই এত খারাপ...'




Kajol : 'ছিঃ কাজল, তুমিও! জয়া বচ্চনের মতোই এত খারাপ...' তারকাদের অনুসরণ করা, তাঁদের ছবি ও ভিডিয়ো সংগ্রহ করা পাপারাৎজির নিত্যদিনের কাজ। সম্প্রতি, কাজলের সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছিল। ছেলে যুগকে নিয়ে মুম্বই বিমানবন্দরে ধরা পড়েন কাজল। যেকোনও কারণেই হোক পাপারাৎজির ক্যামেরার সামনে হাসিমুখে পোজ না দিয়ে বিরক্তি প্রকাশ করেন কাজল। অঙ্গভঙ্গিই বলে দেয় তাঁর দিকে ক্যামেরা নিয়ে দৌড় লাগানোর বিষয়টা কাজলের এদিন বিশেষ পছন্দ হয়নি। আর সেই ভিডিয়োই সোশ্যালে পোস্ট হতে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

: তারকাদের অনুসরণ করা, তাঁদের ছবি ও ভিডিয়ো সংগ্রহ করা পাপারাৎজির নিত্যদিনের কাজ। সম্প্রতি, কাজলের সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছিল। ছেলে যুগকে নিয়ে মুম্বই বিমানবন্দরে ধরা পড়েন কাজল। যেকোনও কারণেই হোক পাপারাৎজির ক্যামেরার সামনে হাসিমুখে পোজ না দিয়ে বিরক্তি প্রকাশ করেন কাজল। অঙ্গভঙ্গিই বলে দেয় তাঁর দিকে ক্যামেরা নিয়ে দৌড় লাগানোর বিষয়টা কাজলের এদিন বিশেষ পছন্দ হয়নি। আর সেই ভিডিয়োই সোশ্যালে পোস্ট হতে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হতে পারে তাড়া থাকায় কাজলের মেজাজ এদিন ঠিক ছিল না। কিংবা হতে পারে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখাই তাঁর পছন্দ। তবে কারণ যাই হোক না কেন, পাপারাৎজির প্রতি কাজলের ব্যবহার বিন্দুমাত্র পছন্দ হয়নি নেটপাড়ার। কেউ কেউ তাঁর এই ব্যবহারকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেছেন। কেউ লিখেছেন, 'ইনি আরেক জয়া দিদি'। কারোর কথায় 'জয়া বচ্চনের আরেক সংস্করণ।' কেউ আবার কাজলকে 'জয়া বচ্চন ২'র তকমা দিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply