সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের জানমাল আর অধিকার রক্ষা করাই সরকারের দায়িত্ব।
রোববার (৬ নভেম্বর) সকালে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খন্ডচিত্র’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
জাতীয় জাদুঘরে এ সংক্রান্ত্র ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বলা হয়, বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে নিরপরাধ মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছে। অনুষ্ঠানে যোগ দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন। শোনেন তাদের আর্তনাদ-দুর্দশার কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা বলেন, রাজনীতির সাথে জড়িত না থেকেও অপরাজনীতির শিকার তারা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করতে চায় বিএনপি। অনুষ্ঠানে দেশি-বিদেশি কুটনীতিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Tag: English News lid news national

No comments: