SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » তাজমহলের ইতিহাস বদলের মামলা, খারিজ সুপ্রিম কোর্টের
তাজমহলের ইতিহাস খতিয়ে দেখার এক মামলা খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (০৫ ডিসেম্বর) ওই মামলা খারিজ করে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ বলেন, তাজমহল যেমন আছে, থাকতে দিন, ৪০০ বছরের ইতিহাস বদলানো যায় না। খবর এনডিটিভির। তাজমহল। ছবি: সংগৃহীত মামলা খারিজ করে আবেদনকারীকে সুপ্রিম কোর্ট বলেন, তাজমহলের বয়স জানতে আগ্রহী হলে তারা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কাছে আবেদন জানাতে পারেন। তাজমহল নিয়ে জনস্বার্থে মামলাটি করেছিলেন সুরজিৎ সিং যাদব নামের এক ব্যক্তি। তাজমহল সম্পর্কে শিশুতোষ বইয়ে যে ইতিহাস ছাপা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করে আদালতের কাছে আবেদন করে জনস্বার্থে মামলা করেছিলেন তিনি। আবেদন শুনে বিচারপতিরা মন্তব্য করে বলেন, ‘ছোটখাটো অনুসন্ধানে জনস্বার্থবিষয়ক মামলা করা যায় না। তাজমহল ৪০০ বছর ধরে রয়েছে। ওটা যেমন আছে থাকতে দিন। আপনি এ বিষয়ে সিদ্ধান্তের ভার এএসআই-এর উপরেই ছেড়ে দিন। সব কিছুতে আদালতকে টেনে আনবেন না। ৪০০ বছর পর ইতিহাসের পাতা নতুন করে খোলা যায় না। প্রত্নতত্ত্বের বিষয়ে আদালতের কোনও পারদর্শিতাও নেই।’ আরও পড়ুন: তাজমহল রক্ষায় ভারতের শীর্ষ আদালতের নতুন নির্দেশনা এদিকে, তাজমহল নিয়ে বিশদ গবেষণা করেছেন বলে দাবি করেন যাদব। তার গবেষণায় উঠে এসেছে, যেখানে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজকে সমাধিস্থ করা হয়েছে সেখানে আগে থেকেই বিশাল প্রাসাদ ছিল। তিনি আরও দাবি করেছেন, শাহজাহান তাজমহলের স্থপতির নাম কখনই উল্লেখ করেননি। এটা প্রমাণ করে যে রাজা মান সিংয়ের প্রাসাদটা কখনই পুরোপুরি ধ্বংস হয়নি। কিছুটা আধুনিকীকরণ করা হয়েছিল মাত্র। সেটাই তাজমহলের বর্তমান রূপ নিয়েছে। আর তাই শাহজাহানের কোনও লেখায় তাজমহলের স্থপতির নাম পাওয়া যায়নি। আরও পড়ুন: তাজমহলের তালাবদ্ধ সেই ২২ কক্ষে কী আছে তাজমহল নিয়ে এটা প্রথম মামলা নয়। গত অক্টোবরে এই বেঞ্চ আরও এক মামলা খারিজ করে দিয়েছিলেন। সে মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, তাজমহলের অভ্যন্তরে কয়েকটি তালাবদ্ধ কুঠুরি রয়েছে। সেগুলো খোলা হোক। তাহলেই বোঝা যাবে ওই স্থাপত্য আদতে ছিল এক প্রাচীন শিবমন্দির, যার নাম ছিল ‘তেজো মহালয়’। সেই আবেদনকারী ছিলেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান রজনীশ সিং। তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতিতে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply