Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » এবার জাতিসংঘে তর্কে জড়াল ভারত-পাকিস্তান




কাশ্মীর ইস্যুতে এবার জাতিসংঘে তর্কে জড়াল ভারত ও পাকিস্তান। নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘে পাস হওয়া কাশ্মীর প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। অন্যদিকে পাকিস্তানকে এক হাত নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার সাফ জবাব, যারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় তাদের মুখে নীতি কথা মানায় না। এবার জাতিসংঘে তর্কে জড়াল ভারত-পাকিস্তান গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু উত্থাপন করে নয়াদিল্লির ওপর চাপ তৈরির চেষ্টা চালান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উপত্যকাটিতে ভারতের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত অবৈধ ও একতরফা বলে দাবি করেন তিনি। এবার একই ইস্যুতে সরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (১৪ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, বহুত্ববাদের সাফল্য পেতে চাইলে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যে প্রস্তাবনা পাস হয়েছিল তার বাস্তবায়ন প্রয়োজন। একইসঙ্গে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংস্থাটির দেয়া প্রতিশ্রুতি পূরণের দাবিও জানান বিলাওয়াল। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। অধিবেশনে অংশ নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত বহুত্ববাদে বিশ্বাসী উল্লেখ করে তার দাবি, যারা ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীদের যারা আশ্রয় দেয় তাদের মুখে নীতি কথা মানায় না। আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারত জড়িত, প্রমাণ দেয়া হবে জাতিসংঘে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রতিবেশী দেশের (পাকিস্তান) পার্লামেন্টে হামলাকারীরা উপদেশ দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ২০০৪ সালে দিল্লির পার্লামেন্টে হামলা চালিয়েছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী। গত ১ ডিসেম্বর এক মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত। এর আগে কাশ্মীর সংকট সমাধানে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়। এতে বলা হয়, কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই এ সংকটের সমাধান হবে। পাকিস্তান এ প্রস্তাবকে সমর্থন দিলেও শুরু থেকেই বিরোধিতা করে আসছে ভারত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply