Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লক্ষ লক্ষ ইসরায়েলি




নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের প্রতিবাদে তেল আভিভে লক্ষ লোকের মিছিল-সমাবেশছবির উৎস,GETTY IMAGES তেল আভিভ, জেরুসালেম ও হাইফা শহরে শনিবার হাজার হাজার লোকের যে বিক্ষোভ হয়েছে – তা ছিল নজিরবিহীন। ইসরায়েলে এত বিপুল জনতার রাস্তায় নামার দৃশ্য সম্প্রতি দেখা যায়নি। এর কারণ - ইসরায়েলের বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এসব পরিবর্তনের ঘোষণা ইসরায়েলে - এবং অধিকৃত এলাকাগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যেও - সৃষ্টি করেছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠ বারের মত ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া মি. নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন যা তার বিরোধীরা বলছেন যে এতে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। সমালোচকরা এ পরিবর্তনের উদ্যোগকে "অভ্যুত্থান", "ক্ষমতার পটপরিবর্তন" ইত্যাদি নানা শব্দে আখ্যায়িত করছেন। অনেকে বলছেন - মি. নেতানিয়াহু নিজেই ইসরায়েলের "গণতন্ত্রের জন্য এক মূর্তিমান বিপদ।" কেন এই বিক্ষোভ হচ্ছে বিক্ষোভকারীদের অনেক প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে তুলনা করা হয় রোমান সম্রাট সিজারের সাথে বিক্ষোভকারীদের অনেক প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে তুলনা করা হয় রোমান সম্রাট সিজারের সাথে বিনিয়ামিন নেতানিয়াহু এর আগে ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তবে এবার তিনি যে সরকার গড়েছেন - তাকে বলা হচ্ছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার। তার কোয়ালিশনে অংশীদার দলগুলোর মধ্যে আছে অতি উগ্র ডানপন্থী, কট্টর জাতীয়তাবাদী এবং অত্যন্ত গোঁড়া ইহুদি রাজনৈতিক দলগুলো। ক্ষমতায় এসেই এ সরকার ঘোসণা করে যে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ সম্প্রসারণ হচ্ছে তাদের এক নম্বর অগ্রাধিকার। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছিলেন, আর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল জর্ডন নদীর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুসালেম দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে এখানে ইহুদি বসতি নির্মাণ অবৈধ হলেও ইসরায়েল এ পর্যন্ত ৫০০,০০০ ইহুদির জন্য বসতি নির্মাণ করেছে। শুধু তাই নয়, আল-জাজিরার এক রিপোর্টে বলা হচ্ছে যে মি. নেতানিয়াহু কোয়ালিশন গঠনের জন্য একটি কট্টরপন্থী দলকে এমন অঙ্গীকারও করেছেন যে তিনি অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশে পরিণত করবেন। অধিকৃত পশ্চিম তীরে বাস করেন প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply