Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তালেবান নেতাদের সঙ্গে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তাদের বৈঠক




আফগানিস্তানে নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১৮ জানুয়ারি) কাবুলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আল মুত্তাকির সঙ্গে জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মোহাম্মদের নেতৃত্বে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। খবর বিবিসির। ছবি: রয়টার্সের ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতা গ্রহণের শুরুতে নারীদের কাজের সুযোগ দেয়া, অধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিলেই ধীরে ধরে সেই অবস্থান থেকে সরে তালেবান। খোলস বদলে পুরানো চরিত্রে ফিরে আসে গোষ্ঠীটি। নারীদের ওপর একের ওপর জারি করতে থাকে নিষেধাজ্ঞা। নিরাপত্তার অজুহাতে পুরুষ অভিভাবক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি স্কুল-কলেজে নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে পশ্চিমা সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা তীব্র নিন্দা ও সমালোচনা করলেও তাতে পাত্তা দিচ্ছে না তালেবান। জাতিসংঘ এ বিষেয় এতদিন নিন্দা আর সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসলো সংস্থাটি। আরও পড়ুন: আফগানিস্তানে কয়েকটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার কার্যক্রম শুরু বুধবার কাবুলে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আল মুত্তাকির সঙ্গে আলোচনায় বসেন জাতিসংঘে উপ-মহাসাচিব আমিনা মোহাম্মদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে নারীদের শিক্ষার সুযোগ দেয়ার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। এসময় মুত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি, তালেবান নেতাদের ভ্রমণে বিধিনিষেধ এবং সম্পদ জব্দের কারণেই আফগানিস্তানের সঠিক অগ্রগতি হচ্ছে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে নারীদের কাজের সুযোগ দেয়া হবে বলেও জাতিসংঘের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এই তালেবান নেতা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply