Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নাসিরের ঝড়ো ব্যাটিংয়েও হারল ঢাকা




দুই পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহর ফিফটিতে ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ADVERTISEMENT তিন হ্যাটট্রিক হারের পর তিন হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইমরুল কায়েসের কুমিল্লা উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। অপরদিকে পরপর চার ম্যাচ হারল ঢাকা। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তালিকায় সবার শেষে আছে নাসির হোসেনের দল। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ঢাকাকে ১৮৫ রানের টার্গেট দেয় কুমিল্লা। জবাবে অধিনায়ক নাসিরের ফিফটির পরও ঢাকা ২০ ওভারে চার উইকেটে ১৫১ রানে থেমে যায়। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। প্রথম ওভারে কোনো রান না করে আউট হন লিটন দাশ। তবে মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েস ৪৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত রাখেন। ইমরুল ২৬ বলে ৩৩ রানে আউট হন। ১৯ বলে ২০ রান করেন জনসন চার্লস। শুরু থেকেই ঢাকার বোলারদের ধীরেসুস্থে মোকাবিলা করতে থাকা রিজওয়ানের সঙ্গে অপরপ্রান্তে ঝড় তুলে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন খুশদিল শাহ। দুজনে মিলে কুমিল্লাকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। গড়ে তোলেন ৩৬ বলে ৮৪ রানের দারুণ এক জুটি। খুশদিল ২৪ বলে সাত চার ও পাঁচ ছয়ে খেলেন ৮৪ রানের এক বিস্ফোরক ইনিংস। তার ১৮ বলে করা ফিফটি চলতি বিপিএলের দ্রুততম। ৪৭ বলে ৫৫ রানে রিজওয়ান ও ৩ রানে জাকের আলী অপরাজিত থাকেন। ঢাকার তাসকিন, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন। জবাবে ঢাকার শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচগুলোর মতোই ব্যর্থ সৌম্য সরকার দ্বিতীয় ওভারে শূন্যরানে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। অধিনায়ক নাসির হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার ৪৫ বলে সাত চার ও দুই ছয়ে অপরাজিত ৬৬ রানের ইনিংস কাজে আসেনি অন্যদের ব্যর্থতায়। আহমেদ শেহজাদ ১৯ ও মোহাম্মদ মিঠুন ৩৬ রান করেন। আরিফুল হক ২৪ রানে থাকেন অপরাজিত। কুমিল্লার হাসান আলী, তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply