Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নেতানিয়াহুর উত্থান: ফিলিস্তিনে বাড়ছে ইসরাইলি বর্বরতা




বেনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনিদের ওপর বেড়েছে ইসরাইলি বর্বরতা। প্রায় প্রতিদিনই সাধারণ ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরাইলি বাহিনী। ছবি: সংগৃহীত সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আরও এক ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর দাবি, ওই ব্যক্তি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালালে পাল্টা গুলি করে নিরাপত্তা বাহিনী। আরও পড়ুন: তর্ক করার কারণে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তি ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সদস্য। এর আগের দিন একই জায়গায় আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনারা। গত ২৯ ডিসেম্বর ইসরাইলের কট্টর ডানপন্থি নেতা বেনইয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে ইসরাইলের এযাবৎকালের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। গোলান মালভূমি, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিতর্কিত অঞ্চলে স্থাপনা গড়ে তোলার কাজ সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে তারা। আরও পড়ুন: ইসরাইলি সেনাদের গুলিতে আরও ৩ ফিলিস্তিনি নিহত ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে স্থাপনা গড়ে তোলাকে আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনি হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের এক তথ্য বলছে, ২০২০ সালের শেষদিকে পশ্চিমতীরে মোট জনসংখ্যার ১৪ শতাংশ ছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ২০২১ সালের পর যা আরও বেড়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply