ইউক্রেনের ২০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Advertisement
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে গত একদিনে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর ইয়েনি সাফাকের।
শুধু তাই নয়, ইউক্রেনের চারটি হিমার্স রকেট এবং এমআই-৮ হেলিকপ্টারের হামলাও প্রতিহত করেছে রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ মস্কোতে এক ব্রিফিংকালে বৃহস্পতিবার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের ৩৮৫ বিমান, ২০৯ হেলিকপ্টার, ৩ হাজার ১৫২ সামরিক যান, ৪০৪টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং ৭ হাজার ৮৯১টি ট্যাংক ধ্বংস করেছে।
Tag: English News others world

No comments: