বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা বাড়ছে, জান্তা প্রধানের স্বীকারোক্তি
মিয়ানমারের জান্তাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং স্বীকার করেছেন, দেশটিতে বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা বাড়ছে। বিদ্রোহীদের আন্দোলন জান্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের পর থেকেই বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি এই স্বীকারোক্তি দেন।
মিয়ানমারের জান্তাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের খবর, মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ও বেতার মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের ৭৭তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভাষণে মিন অং হ্লাইং এ কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘বিদ্রোহীদের আন্দোলন জান্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে।’
আরও পড়ুন: মিয়ানমারে সরকারপন্থিদের অস্ত্র দেবে জান্তা!
এদিকে, মিয়ানমার জুড়ে অস্থিতিশীলতার কথা উল্লেখ করে জান্তা সরকার গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। সাগাইন ও ম্যাগওয়ে অঞ্চল এবং চিন ও কায়াহ রাজ্যসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করা হয়েছে। জান্তাপন্থী মিলিশিয়া এবং নিরাপত্তা সংস্থাগুলোকে বন্দুক, রাইফেল এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সহায়তা করতে অস্ত্র আইনেও পরিবর্তন এনেছে।
এর আগে, মিন অং হ্লাইং গত ১ ফেব্রুয়ারি দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলকে বলেছিলেন, মিয়ানমারের ৩৩০টিরও বেশি টাউনশিপের মধ্যে মাত্র ১৯৮টি শতভাগ স্থিতিশীল।
মিন অং হ্লাইং বাকি অঞ্চলগুলোতে অস্থিতিশীলতার জন্য গণতন্ত্রপন্থী, সামরিক সরকারবিরোধী দলগুলোকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ‘তারা নিরপরাধ মানুষ হত্যা করছে, বোমাবাজি করে জন সমাগমস্থল উড়িয়ে দিচ্ছে এবং জনগণের ওপর সশস্ত্র ভয়ভীতি ও জবরদস্তি আরোপ করছে।’
Tag: English News lid news others world

No comments: