নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত
বন্দুকধারীর গুলিতে আহত নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা আদীদ ফায়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (ফেব্রুয়ারি ৭) ব্রুকলিনের ব্রুকডেইল হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে তিনদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোনসকে (৩৮) সোমবার সন্ধ্যায় আটক করা হয়।
গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ইস্ট নিউ ইয়র্কের লিন্ডেন বুলেভার্ডের কাছে রুবি স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন বলে জানা গেছে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা আদীদ ফায়াজ (২৬) পুলিশ কর্মকর্তা ফায়াজ ফেসবুক মার্কেট প্লেসে গাড়ি কেনার জন্য ইস্ট নিউ ইয়র্কের লিন্ডেন বুলেভার্ডে যান। কিন্তু বিক্রেতা একটি বন্দুক বের করে তার কাছ থেকে অর্থ ডাকাতির চেষ্টা করেন। পরে তাকে গুলি করা হয়।
Tag: English News Featured world

No comments: