পাকিস্তানে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।
মঙ্গলবার দিবাগত রাতে খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলায় কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গিলগিট–বাল্টিস্তানের দিয়ামের জেলার পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ১৬ যাত্রী ও প্রাইভেটকারের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
Tag: English News world

No comments: