আদানি গ্রুপের রেটিং আউটলুক কমেছে
ভারতের আদানি গ্রুপের রেটিং আউটলুক হ্রাস করেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। এর আগে আদানি গ্রুপ থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দেয় নরওয়ে ওয়েলথ ফান্ড।
ন
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
ভারতের আদানি গ্রুপের ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানের রেটিং আউটলুক কমিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস। 'স্থিতিশীল' থেকে কমিয়ে 'নেতিবাচক' করা হয়েছে তাদের রেটিং আউটলুক।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর ধস নামে ভারত ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্যে। আদানি গোষ্ঠী অনিয়ম করে তাদের শেয়ারের মূল্য অনেক বাড়িয়ে দেখিয়েছে বলে প্রতিবেদনে দাবি করে হিনডেনবার্গ।
আরও পড়ুন: আদানির নাম একবারের জন্যও উচ্চারণ করলেন না মোদি
আদানির ৮টি প্রতিষ্ঠানের মধ্যে আদানি গ্রিন এনার্জি, আদানি গ্রিন এনার্জি রেসট্রিকটেড গ্রুপ, আদানি ট্রান্সমিশনস স্টেপ ওয়ান লিমিটেড ও আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেডের রেটিং পূর্বাভাস কমিয়েছে মুডিজ।
আদানি গ্রুপ থেকে নিজেদের সমস্ত বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা নরওয়ে ওয়েলথ ফান্ড। আদানির ৩টি প্রতিষ্ঠানে থাকা নিজেদের ২০ কোটি মার্কিন ডলারের বেশি শেয়ার তারা বিক্রি করে দিয়েছে বলে গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: আদানি গ্রুপ ৩ দিনে হারিয়েছে সাড়ে ৬ হাজার কোটি ডলার
নরওয়ে ওয়েলথ ফান্ড বিনিয়োগ প্রত্যাহার করায় আদানি গ্রুপ যে আরও চাপে পড়বে তা অনেকটাই অনুমিত ছিল। ৩ দিনের মাথায় রেটিং সংস্থা মুডিসের পূর্বাভাসে তা প্রমাণিত হলো। মুডিজ জানিয়েছে, হিনডেনবার্গের প্রতিবেদনের পরে বাজারে আদানি গ্রুপের শেয়ারের মূল্য যেভাবে কমেছে, তার ভিত্তিতেই পূর্বাভাস কমানো হয়েছে। তবে আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলোর শেয়ার যদি আবার বাড়ে, তবে এতে পরিবর্তন করা হতে পারে।
No comments: