Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঘোষণা




ভারতের বঙ্গোপসাগর উপকূলীয় শহর বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বন্দর শহরে স্থানান্তরিত হবে রাজধানী। রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্স মিট’-এ শ্রোতাদের উদ্দেশে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, ‘আপনাদের সকলকে বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাতে এসেছি আমি। এই শহরই আমাদের পরবর্তী রাজধানী হতে চলেছে। আমিও আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে চলে যাব।’ বিনিয়োগকারীদের নতুন রাজধানীতে আমন্ত্রণ জানিয়ে রেড্ডি বলেন, ‘আমরা বিশাখাপত্তনমে আগামী ৩ ও ৪ মার্চ একটি গ্লোবাল ইনভেস্টার সামিট আয়োজন করছি। আমি আপনাদের সেখানে শুধুমাত্র উপস্থিত থাকার আমন্ত্রণই জানাচ্ছি না, পাশাপাশি বিশ্বের অন্য উদ্যোক্তাদেরও সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করার আবেদন জানাচ্ছি।’ আরও পড়ুন: বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন বাংলাদেশের পথে এ ঘোষণার মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী তার পূর্বঘোষিত ‘তিন রাজধানীর তত্ত্ব’ থেকে সরে আসলেন বলে মনে করা হচ্ছে। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ বিভাজনের সময় রাজধানী হায়দরাবাদকে নতুন রাজ্য তেলঙ্গানার রাজধানী ঘোষণা করা হয়। এরপর ২০১৫ সালে খণ্ডিত অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির প্রধান চন্ধ্রবাবু নায়ডু রাজ্যের বাণিজ্যিক রাজধানী বিজয়ওয়াড়ার ৪০ কিলোমিটার দূরে অমরাবতী শহরকে নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার ‘মাস্টার প্ল্যান’ ঘোষণা করেন। সে বছরই অমরাবতীকে অন্ধ্রের নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন্মোহন সে সময়ই চন্দ্রবাবুর ওই পরিকল্পনার বিরোধিতা করেন। এরপর ২০২০ সালে অমরাবতীর পাশাপাশি বিশাখাপত্তনম ও কুর্নুলকে রাজধানী’ করে সরকারি দফতরগুলো ওই তিন শহরে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা ঘোষণা করা হয়। অন্ধ্র বিধানসভায় পাশ হওয়া এক বিলে জানানো হয়, রাজ্যের প্রধান সচিবালয়, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বাসভবন হবে উপকূলীয় শহর বিশাখাপত্তমে। অমরাবতীতে হবে বিধানসভা। অন্ধ্র হাইকোর্টের ঠিকানা হবে রায়লসীমা অঞ্চলের কুর্নুলে। আরও পড়ুন: ‘লাদাখের ২ হাজার বর্গ কিমি দখলে নিয়েছে চীন’ কিন্তু অমরাবতীতে ‘পূর্ণাঙ্গ রাজধানী’ নির্মাণের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় অন্ধ্র হাইকোর্টে। সেই আবেদন মেনে গত বছরের মার্চ মাসে অন্ধ্র হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী ছ’মাসের মধ্যে অমরাবতীকে পূর্ণাঙ্গ রাজধানী হিসাবে গড়ে তুলতে হবে। নির্মাণ করতে হবে রাজধানী শহরের উপযোগী নাগরিক পরিকাঠামো। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জগন্মোহন সরকার। স্থগিতাদেশও পায়। কিন্তু সেই তিন-রাজধানীর বিলটি প্রত্যাহার করে নেয়া হয়। সেই বিতর্কের মধ্যেই এবার উপকূলীয় শহর বিশাখাপত্তনমে পূর্ণাঙ্গ রাজধানী গড়ে তোলার কথা ঘোষণা করলেন জগন্মোহন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply