Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » হজ নিবন্ধন: ৫৫ হাজারের বেশি কোটা খালি




দুই দফা সময় বাড়ানো হলেও হজে যেতে আগ্রহীদের সাড়া পাচ্ছে না হজ এজেন্সিগুলো। দ্বিতীয় দফার সময় সীমা শেষ হয় সোমবার (৭ মার্চ)। শেষ দিনে এসে চূড়ান্ত নিবন্ধন করেছেন মাত্র ৫৬ হাজার ৩০১ জন। এখনও ৫৫ হাজারের বেশি কোটা খালি পড়ে আছে। এ অবস্থায় ১৬ মার্চ পর্যন্ত আবারও নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন- বিমান ভাড়ার পাশাপাশি সৌদি আরবের আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ার কারণে হাজিরা নিবন্ধনে আগ্রহী হচ্ছেন না। সিরিয়াল পদ্ধতি উন্মুক্ত করলে আরও অনেকে নিবন্ধন করার সুযোগ পাবেন বলে আশা তাদের। সোমবার চট্টগ্রামের অন্যতম বৃহৎ একটি হজ এজেন্সির অফিস ঘুরে দেখা যায়, চূড়ান্ত নিবন্ধনের শেষ দিনেও এজেন্সি অফিস ছিল অনেকটাই খালি। অথচ করোনার আগে নিবন্ধনের শেষদিনে হজে যেতে ইচ্ছুকদের ভিড় সামাল দেয়া কঠিন হতো প্রতিষ্ঠানটির। আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় আরও বাড়ল প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, এবার সৌদি আরব থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে ৯৭ হাজার ১১২ জন, মোট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হাজি পাঠানোর কোটা পেয়েছে বাংলাদেশ। কিন্তু শেষদিনে এসে সরকারি পর্যায়ে ৮ হাজার ৮৮৯ জন এবং বেসরকারি পর্যায়ে ৪৭ হাজার ৪১৮ জন চূড়ান্ত নিবন্ধন করেছেন। হাব চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘প্রাক নিবন্ধনের যে সিরিয়াল আছে, সরকার যদি তা উন্মুক্ত করে দেয়, তাহলে হয়তো আমাদের কোটা পূর্ণ হতে পারে।’ আরও পড়ুন: হজের খরচ কোন দেশে কত? এবার সরকারি পর্যায়ে খরচ ৬ লাখ ৮৩ হাজার এবং বেসরকারিতে ৬ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা বিগত বছরগুলোর তুলনায় দেড় থেকে দুই লাখ টাকা বেশি। এর মধ্যে বিমান ভাড়া ৫০ হাজার টাকা বেড়ে ২ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। যে কারণে অনেক হজ যাত্রীই প্রাক নিবন্ধন বাতিল করেছেন। আবার অনেকে সিরিয়ালে থাকার পরেও চূড়ান্ত নিবন্ধন প্রত্যাহার করে নিয়েছেন। অথচ পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে বিমান ভাড়া মাত্র এক লাখ ৫০০০ টাকা। আরও পড়ুন: হজের খরচ বৃদ্ধি, নিবন্ধন করেও যাচ্ছেন না অনেকে হজ এজেন্সিগুলোর অভিযোগ, ভারতসহ প্রতিবেশী দেশগুলো তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে হজ পালনের ব্যবস্থা করলেও বাংলাদেশে তার দ্বিগুণ। এক্ষেত্রে খরচ কমানোর পাশাপাশি সরকারের কাছ থেকে ভর্তুকি দাবি করেছে হজ এজেন্সিগুলো। আরও পড়ুন: হজে ভিক্ষা করে কোটিপতি মেহেরপুরের 'মন্টু ডাকাত' হাবের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ৮ লাখ ৭১ হাজার প্রাক নিবন্ধন সম্পন্ন করলেও ৮ লাখ ৪৫৬ জনের সিরিয়াল অনুযায়ী চূড়ান্ত নিবন্ধন হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৩ হাজার আগ্রহী আগেই নিবন্ধন প্রত্যাহার করে নিয়েছিলেন। এখনও ৭১ হাজার প্রাক নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়ে গেছে। তবে শেষ সময়ে এসে সিরিয়াল উন্মুক্ত করা দেয়া হলে চূড়ান্ত নিবন্ধন কিছুটা বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply