বাখমুত রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেন: জেলেনস্কি
পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বাখমুত রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেনের সেনারা। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ইউক্রেনের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠকের পর এক ভাষণে জেলেনস্কি এ অবস্থান ব্যক্ত করেন। খবর সিএনএনের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সিএনএন
২ মিনিটে পড়ুন
জেলেনস্কি বলেছেন, বাখমুত রক্ষায় অভিযান চলমান থাকবে এবং ইউক্রেনের শীর্ষ জেনারেলরা এ অভিযানের তদারকি করছেন।
মস্কো যুদ্ধ শুরুর পর থেকেই বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘ এক বছরেও সে চেষ্টা সফল হয়নি। তবে সম্প্রতি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তার সেনারা বাখমুত ঘিরে ফেলেছে এবং এই অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে প্রতিশ্রুত অস্ত্র সহায়তা না পেলে এ অবস্থান ধরে রাখা সম্ভব হবে না।
আরও পড়ুন: বাখমুত ঘিরে ফেলেছে ওয়াগনার বাহিনী
তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, রাশিয়া বাখমুতে বেশ অগ্রগতি অর্জন করেছে এবং সম্ভবত ইউক্রেনের বেশ কিছু সংখ্যক সেনা পিছু হটেছে। এ ধারণার প্রমাণ মেলে স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য থেকে। স্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সম্প্রতি বাখমুতের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। বাখমুতের ডেপুটি মেয়র ওলেকজান্দর মার্চেঙ্কো বলেছেন, রাশিয়া এখনো শহরটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।
তবে শহর রক্ষার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বাখমুতের পরিস্থিতি নিয়ে শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন। জেলেনস্কি বলেছেন, ‘তারা সেখান (বাখমুত) থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে আরও সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন।’
জেলেনস্কি আরও বলেন, ‘হাইকমান্ড সর্বসম্মতভাবে এ অবস্থান সমর্থন করেছে। আমাদের সামনে অন্য কোনো অবস্থান গ্রহণের সুযোগ নেই। আমি সর্বাধিনায়ককে বলেছি, বখমুতে আমাদের সেনাদের সাহায্য করার জন্য উপযুক্ত বাহিনী খুঁজে বের করতে।’
Tag: English News Featured world
No comments: