Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অল্লুর জন্মদিনে প্রকাশ্যে আসবে `পুষ্পা ২`-এর প্রথম টিজার?




অল্লুর জন্মদিনে প্রকাশ্যে আসবে `পুষ্পা ২`-এর প্রথম টিজার?

তেলুগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ', ঝড় তোলে গোটা ভারতের বক্স অফিসে। ছবির অ্যাকশন দৃশ্য, গান, পুষ্পারাজ ওরফে অল্লু অর্জুনের উপস্থিতি, রশ্মিকা মান্দান্না ও সামান্থা, সব মিলিয়ে জমজমাট পরিবেশন থেকে নজর ঘোরাতে পারেননি ভারতবাসী। এমনকী পুষ্পা ঝড় ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বাইরেও। সেই থেকে দর্শক অপেক্ষায় 'পুষ্পা ২'-এর (Pushpa 2)। এবার এই ছবি প্রসঙ্গে নতুন খবর এল প্রকাশ্যে। কবে প্রকাশ্যে আসছে 'পুষ্পা ২'-এর টিজার সূত্রের খবর, 'পুষ্পা' নির্মাতারা ধারাবাহিকভাবে ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির চিত্রনাট্য বদলানো হয়েছে এবং সেই কারণে নতুন ছবির পুরনো ফুটেজ বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন চিত্রনাট্যেই শ্যুটিং সারছেন অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছে বেঙ্গালুরুতে যেখানে শীঘ্রই মালয়লম অভিনেতা ফাহাদ ফসিল যোগ দেবেন। প্রথম ছবির পর নতুন ছবি নিয়ে প্রচণ্ড উৎসাহী অনুরাগীরা। ফলে এই ছবির নির্মাতারা দর্শকের অপেক্ষা যাতে সার্থক হয় সেই নিয়ে চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত, জানা যাচ্ছে ৩ মিনিটের একটি অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে আসবে অল্লু অর্জুনের জন্মদিনে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, চিত্র পরিচালক সুকুমার ইতিমধ্যেই টিজারের ফাইনাল কাট অনুমোদন করে দিয়েছেন এবং চেন্নাইয়ে এখন ব্যাকগ্রাউন্স স্কোর যোগ করা হচ্ছে। দায়িত্বে অবশ্যই সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। এই ছবিতেও শ্রীভল্লির ভূমিকায় ফিরবেন রশ্মিকা মান্দান্না। শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে সাই পল্লবীকেও। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আপাতত দর্শক অপেক্ষায় ৮ এপ্রিলের, অল্লু অর্জুনের জন্মদিনের। সূত্র: এবিপি আনন্দ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply