Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফিলিস্তিনিদের নিয়ে ইসরাইলি মন্ত্রীর আপত্তিকর মন্তব্য, তীব্র নিন্দা আরব দেশগুলোর




ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেজালেল স্মোট্রিচের আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। 'ফিলিস্তিনের কোনো ইতিহাস নেই, ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই’-ইসরাইলি মন্ত্রীর এ মন্তব্যকে ‘বর্ণবাদী ও জাতিবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেছেন আরব নেতারা। ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ইসরাইলি সেটেলারদের হামলা ও তাণ্ডবের পর ওই গ্রামগুলো ‘মুছে ফেলার’ আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সবশেষ গত রোববার (১৯ মার্চ) ফ্রান্স সফরকালে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেন এ মন্ত্রী। বলেন, ‘ফিলিস্তিনের ইতিহাস বা সংস্কৃতি নেই আর ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই।’ বেজালেলের আপত্তিকর এই মন্তব্য ‘জাতিগত বিদ্বেষী’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মিশর ও জর্ডান। শুধু তাই নয়, আম্মানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে তীরস্কার করেছে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সরকার। জর্ডানের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (২১ মার্চ) রয়টার্সকে বলেন, ইসরাইল সরকার জর্ডানকে নিশ্চিত করেছে, উগ্রপন্থি ইহুদিবাদী নেতা ও মন্ত্রী বেজালেলের আচরণ ও মন্তব্য সরকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। আরও পড়ুন: সহিংসতা বন্ধে আবারও আলোচনার টেবিলে ইসরাইল-ফিলিস্তিন পবিত্র মাস রমজান ও ইহুদিদের পাসওভার ছুটির আগে রোববার (১৯ মার্চ) মিশরীয় রিসোর্ট শারম আল-শেখ-এ আলোচনায় মিলিত হন ইসরাইলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা। ওইদিনই স্মোট্রিচ এই বিতর্কিত মন্তব্য করেন। স্মোট্রিচের মন্তব্যের নিন্দা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেন, এগুলো সহিংসতার উসকানি। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে যে, ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব ও স্বদেশে তাদের বৈধ জাতীয় অধিকার অস্বীকার করে ও জনগণের বিরুদ্ধে ইহুদি চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন একটি পরিবেশ গড়ে তুলেছেন ইসরাইলি নেতারা। গত মাসে পশ্চিম তীরের হুয়ারা শহরের কাছে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর হাতে দুজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত হওয়ার ঘটনায় ওই এলাকার অন্তত চারটি গ্রামে বাড়িঘর ও গাড়িতে আগুন দেয় ইসরাইলি সেটেলাররা। আরও পড়ুন: আড়াই মাসে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ৮৪ ফিলিস্তিনি ওই ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও শতাধিক। কিন্তু এ ঘটনার নিন্দার পরিবর্তে স্মোট্রিচ বলেন, হুওয়ারাকে ‘মুছে ফেলা’ উচিত। ওই মন্তব্যের পর আন্তর্জাতিক চাপের মুখে ভুল স্বীকার করেন তিনি। পশ্চিম তীরে গত বছর থেকে ইসরাইলি হামলা আরও বেড়েছে। প্রায় প্রতিদিনই চলছে ইসরাইলি সামরিক অভিযান। এসব অভিযানে হত্যা করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। গত এক বছরে ইসরাইলি বাহিনীর হাতে খুন হয়েছেন ২৫০ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply