Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গার্শকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ আনল রাশিয়া




মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) তদন্তকারীরা গার্শকোভিচের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। শুক্রবার রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইভান গার্শকোভিচ। ছবি: এএফপি সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস গত ৩০ মার্চ ইয়েকাতেরিনবার্গ থেকে গার্শকোভিচকে আটক করে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা ৩১ বছর বয়সী ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকের বিরুদ্ধে সামরিক-শিল্প কমপ্লেক্স সম্পর্কে গোপনীয়তা ভঙ্গ করে রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ করার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিসের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ‘গার্শকোভিচের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ রাশিয়ার আরেকটি সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এফএসবি-এর তদন্তকারীরা গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থে পরিচালিত গুপ্তচর কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। তবে গার্শকোভিচ এসব অভিযোগ অস্বীকার করেছেন। আরও পড়ুন: রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক আটক স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর প্রথম মার্কিন কোনো সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে রাশিয়ায় গ্রেফতার হয়েছেন গার্শকোভিচ। এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এফএসবি জানিয়েছিল, গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে। এফএসবিকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ৩১ বছর বয়সী ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। রাশিয়ার আইন অনুসারে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে গারশকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply