SponsorSlider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » এবার সিএনএনের সংবাদ উপস্থাপক চাকরিচ্যুত
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের এক সংবাদ উপস্থাপককে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির কথা নিজেই জানিয়েছেন ডন লেমন নামে ওই সাংবাদিক। সিএনএনের আকস্মিক এই সিদ্ধান্তে ‘বাকরুদ্ধ’ হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি। সংবাদ উপস্থাপন ডন লেমন। ছবি: আল জাজিরা যুক্তরাষ্ট্রের বিতর্কিত গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অন্যতম আলোচিত টিভি উপস্থাপক ও সঞ্চালক টাকার কার্লসন। সোমবার (২৪ এপ্রিল) এক ঘোষণায় তাকে সরিয়ে দেয়ার বিষয়টি জানায় সংবাদমাধ্যমটি। এ ঘটনা মার্কিন গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। টাকারের চাকরিচ্যুতির দিনই সিএনএনের ডন লেমনকে চাকরিচ্যুত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, সোমবার (২৪ এপ্রিল) উপস্থাপক লেমন জানান, সিএনএন তাকে বরখাস্ত করেছে। তিনি আরও জানান, হঠাৎ এমন পদক্ষেপে তিনি ‘অবাক’ হয়েছেন। কারণ চাকরিচ্যুতির ব্যাপারটি তাকে সরাসরি অবহিত করা হয়নি। আরও পড়ুন: ফক্স নিউজ থেকে বেরিয়ে গেলেন টাকার কার্লসন এক টুইটার বার্তায় লেমন বলেন, ‘আজ সকালে আমার একজন প্রতিনিধির মাধ্যমে বিষয়টা আমাকে জানানো হয় যে, আমাকে বরখাস্ত করা হয়েছে। এতে আমি বাকরুদ্ধ।’ চাকরিচ্যুতির আগ পর্যন্ত একটানা ১৭ বছর সিএনএনে কাজ করেছেন লেমন। যা টুইটার বার্তায়ও উল্লেখ করেছেন তিনি। তার কথায়, ‘সিএনএনে টানা ১৭ বছর কাজ করার পর আমি এমনটা ভাবতাম যে কোনো কিছু ঘটলে, ব্যবস্থাপনা বিভাগের কেউ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। কিন্তু এমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি যে আমি আর কাজ করতে পারব না।’ লেমনকে সরাসরি কিছু না জানালেও এক বিবৃতিতে সিএনএন বলেছে, তাদের ও লেমনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তারা আরও বলেছে, লেমনকে সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে বসে কথা বলার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তার পরিবর্তে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। আরও পড়ুন: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আনুষ্ঠানিক ঘোষণা বাইডেনের ঠিক কী কারণে লেমনকে চাকরিচ্যুত করা হয়েছে, লেমন কিম্বা সিএনএন কোনো পক্ষই তা স্পষ্ট করেনি। তবে আল জাজিরার প্রতিবেদন মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন লেমন। ‍


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply