SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ব্যবসায় সাম্রাজ্যের উত্তরাধিকার ঠিক করতে সন্তানদের পরীক্ষা নিচ্ছেন তিনি
ব্যবসায় সাম্রাজ্যের উত্তরাধিকার ঠিক করতে সন্তানদের পরীক্ষা নিচ্ছেন তিনি বিশ্বের শীর্ষ ধনী তিনি। বহু বছর ধরে একাই সামলাচ্ছেন নিজের ব্যবসায় সাম্রাজ্য। কিন্তু বয়স বেড়েছে। ওপারের ডাক চলে আসতে পারে যেকোনো সময়। এখনই সময় যোগ্য উত্তরাধিকার ঠিক করে তার হাতেই দায়িত্বভার তুলে দেয়ার। আর তাই যোগ্য উত্তরাধিকার ঠিক করতে নিজের সন্তানদের পরীক্ষা নিচ্ছেন তিনি। প্যারিসে লুই ভিতোঁর সদর দফতরে পাঁচ পুত্র-কন্যার সঙ্গে মধ্যাহ্নভোজে বসেন বাবা বার্নার্ড আর্নল্ট। ছবি: সংগৃহীত

বার্নার্ড আর্নল্ট। ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর কর্তা তিনি। পাঁচ পুত্র-কন্যার সঙ্গে মাসে একবারের বেশি দেখা করার ফুরসত পান না বিশ্বের সেরা এই ধনী। ওই একদিনই মধ্যাহ্নভোজের টেবিলেই মূলত দেখা হয় তাদের। চলে আলাপ-আলোচনা। খাবারের টেবিলে বসে আরও একটা কাজ করেন লুই ভিতোঁর ৭৪ বছর বয়সী চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। পাঁচ পুত্র-কন্যার পরীক্ষা নেন তিনি। পরীক্ষার মাধ্যমে বুঝতে চেষ্টা করেন, কার হাতে তুলে দেবেন নিজের ব্যবসায় সাম্রাজ্য। আর্নল্টের এই অদ্ভুত পরীক্ষা পদ্ধতির কথা তুলেছে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়েছে, মাসে এক বার প্যারিসে লুই ভিতোঁর সদর দফতরে পাঁচ পুত্র-কন্যার সঙ্গে মধ্যাহ্নভোজে বসেন আর্নল্ট। প্রায় ৯০ মিনিট ধরে বন্ধ ঘরে চলে সেই ভোজ। খাবার টেবিলেই নানা রকম আলোচনা হয়। আরও পড়ুন: ফের শীর্ষ ধনীর তকমা হারালেন মাস্ক প্রতিবেদন মতে, ভোজের শুরুতেই নিজের আইপ্যাড থেকে ফরাসি এ শিল্পপতি পড়ে শোনান, কী নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কখনও ব্যবসা নিয়ে বাবার পরামর্শ নেন পাঁচ ভাইবোন। কখনও আবার উল্টোটা করেন বাবা। সংবাদ মাধ্যমের দাবি, ওই মধ্যাহ্নভোজের টেবিলেই আর্নল্ট ‘অডিশন’ নেন পুত্র-কন্যাদের। কে হবেন যোগ্য উত্তরসূরি, বোঝার চেষ্টা করেন। প্রায় ১০ বছর ধরে এই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন আর্নল্ট। এর মাধ্যমে সন্তানদের প্রস্তুতও করছেন তিনি। তবে শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন নিজের উত্তরসূরি হিসেবে, তা গোপনই রেখেছেন আর্নল্ট। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক মতে, গত বছরের শেষ দিকে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককেও পেছনে ফেলে পৃথিবীর ধনীতম ব্যক্তির তকমা পেয়েছেন আর্নল্ট। সূচক বলছে, ১৯ এপ্রিল পর্যন্ত আর্নল্টের সম্পত্তির পরিমাণ ২০৮ বিলিয়ন ডলার। আরও পড়ুন: এশিয়ার শীর্ষ ধনীর তকমা হারালেন আদানি ১৯৮৯ সালে লুই ভিতোঁর বেশিরভাগ শেয়ারের অংশীদার হন আর্নল্ট। বুলগারি, টিফানি, সেফোরা, টিএজি হিউয়ার, দোঁ পেরিনো শ্যাম্পেন সংস্থাও তারই হাতে। ক্রিশ্চিয়ান ডিওরের মালিক আর্নল্টের বড় কন্যা ডেলফিন। বাকি সম্পত্তি চার ছেলের মধ্যে ভাগ করা হয়েছে। তবে তার আসল উত্তরসূরি কে, তা এখনও গোপনই রেখেছেন আর্নল্ট।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply